রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টির অভিযীগে শাহ আলী শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল।

গত ১৫ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে ওই যুবকের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠেছে স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে। 

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেইউ/এমএসএ