নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন। শনিবার রাতে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

এনাম উদ্দীন জানান, শনিবার রাতে মাহবুব তালুকদারের হঠাৎ জ্বর আসে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হলে তখনই আইসিইউতে নেওয়া হয়। পরে তাকে কেবিনে নেওয়া হয়।  

এখন তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এনাম উদ্দীন। 

উল্লেখ্য, বিএনপির তালিকা থেকে নির্বাচন কমিশনার হওয়া মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসর নেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিতি মাহবুব তালুকদারের। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন এ নির্বাচন কমিশনার।  

এসআর/এনএফ