কদমতলীর হত্যা : ঢামেকে ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন
রাজধানীর কদমতলীতে হত্যার শিকার হওয়া তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তাদের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
শনিবার (১৯ জুন) ওই ঘটনায় মেহজাবিন মুন নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুন) তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
হত্যার শিকার হওয়া তিন জন হলেন- মেহজাবিনের বাবা মাসুদ রানা (৪৮), মা মৌসুমী ইসলাম (৪৬) ও বোন জান্নাতুল ফেরদৌস মৌহিনী (২০)।
মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত ঢাকা পোস্টকে জানান, গতকাল আমার ভাই, ভাবী ও ভাতিজিকে হত্যা করে মেহজাবিন ও মেহজাবিনের স্বামী শফিকুল। পরে আমি বাদী হয়ে তাদের দুজনের নামে মামলা দায়ের করি। গতকাল মরদেহ ঢামেক মর্গে এলেও ময়নাতদন্ত হয়নি। আজ দুপুরের পর ময়নাতদন্ত শেষ হয়। পরে সন্ধায় ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে।
শনিবার (১৯ জুন) সকালে কদমতলীর মুরাদপুর রজ্জব আলী সরদার রোডের ৫ তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে মুনের বাবা-মা ও বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস