অর্গানোগ্রাম সংশোধনে ঢাকা ওয়াসার কমিটি
ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এ বিষয়ে এক অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সচিব মশিউর রহমান খান জানান, গঠিত কমিটি ২০ কার্যদিবসের মধ্যে ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য যুগোপযোগী সুপারিশমালা তৈরি করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেবে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এবং সদস্য সচিব করা হয়েছে সংস্থাটির সদস্য সচিবকে।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান রাজস্ব কর্মকর্তা।
এএসএস/এমএসএ