চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকায় হালদা নদী থেকে একটি অর্ধগলিত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে স্থানীয়রা নদীতে মাছটিকে ভেসে থাকতে দেখে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিমকে বিষয়টি জানান।

পরে কর্মকর্তার নির্দেশে হালদা নদীর রাউজান অংশের পাহারাদার মো. রওশনগীর আলম মাছটি উদ্ধার করেন। রাত ১২টা ১৫ মিনিটের দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদনে জানা যায়, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল আনুমানিক ১১ থেকে ১২ বছর। মাছটির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, অর্ধেকের বেশি অংশ পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গসমূহ পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পুরুষ কাতলা মাছ এবং বার্ধক্যের কারণে এর মৃত্যু হয়ে থাকতে পারে।

মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, পচন ধরার কারণে মাছটির নমুনা সংরক্ষণ করা সম্ভব হয়নি। সুরতহাল শেষে স্থানীয়দের সহযোগিতায় মাছটি মাটিচাপা দেওয়া হয়েছে।

এমআর/এমজে