উত্তরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক সূত্রে জানা যায়, আরমান উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক।
শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
তবে মরদেহ উদ্ধার নিয়ে রহস্য দেখা দিয়েছে। মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় খাটের ওপর হাঁটু গেড়ে আছে। এমন দৃশ্যে স্থানীয় স্বজনরা হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় আরমানের হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতের ফলে তার পায়ের পাতা নীল হয়ে আছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, আরমান তার বাবা-মার সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় থাকতেন। ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এমএসি/বিআরইউ