সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী থেকে জাহাঙ্গীর গেইট হয়ে বিজয় সরণি পর্যন্ত রাস্তায় রাতের বেলা গাড়ির রেস-এ মেতে ওঠেন অভিজাত পরিবারের একদল বখাটে যুবক। তাদের গাড়ির উচ্চ শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে ভয়ংকর এই রেস বন্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। রোববার (২০ জুন) রাতে অভিযান চালিয়ে আটক করা হয় গাড়িসহ ৫ জনকে।

অভিযোগ পাওয়ার পর গুলশান, মহাখালী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ৫টি গাড়িসহ ৫ জনকে আটক করে ডিএমপির গুলশান বিভাগ পুলিশ।

সোমবার (২১ জুন) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রি‌লেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল রানা বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপরে বনানী থেকে জাহাঙ্গীর গেইট হয়ে বিজয় সরণি পর্যন্ত রাস্তায় প্রতি বৃহস্পতিবার মাঝ রাত থেকে প্রায় ভোর পর্যন্ত এক শ্রেণির অভিজাত বখাটে যুবক উচ্চ গতিতে গাড়ি রেসের আয়োজন করে। এই রেসটির নাম দেওয়া হয়েছে ‘ড্র্যাগ রেস’। এই রেসের কারণে রাস্তার উভয় পাশের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগটি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীর কাছে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২০ জুন) রাতে ডিএমপির গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উচ্চগতিতে এবং উচ্চশব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালানোর প্রতিযোগিতায় জড়িত থাকার অভিযোগে গাড়িসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (২১ জুন) রাতে এ বিষয়ে জানতে চাইলে গুলশান ট্রাফিক পুলিশের এডিসি এবিএম জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘ওই অভিযানে আটক ৫ জনই গাড়ির মালিক এবং তারা গুলশান-বনানীর অভিজাত পরিবারের সদস্য।’ তবে আটক যুবকদের নাম জানাতে পারেননি তিনি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনবিরক্তি ও জনউপদ্রব বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমএসি/এমএইচএস/জেএস