কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারকে ধাক্কা দিয়ে এমভি রুহুল আমিন খান নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার (২১ জুন) সন্ধ্যা সাতটা ৪০ মিনিটের দিকে জুটর্যালি ঘাটের অদূরে জাহাজটি ডুবে যায়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মিজানুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাহাজটি ডুবে গেলেও পাঁচজন নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর থেকে পাথর নিয়ে জুটর্যালি ঘাটের দিকে রওনা করে জাহাজ এমভি রুহুল আমিন। যাওয়ার পথে কর্ণফুলী নদীতে দাঁড়িয়ে থাকা ‘ওটি মিক হৃদয়-১’ নামে খালি তেলের ট্যাংকারের গায়ে ধাক্কা দিয়ে লাইটার জাহাজ রুহুল আমিন ডুবে যায়।
এ ঘটনা ঘটার পরও কর্ণফুলী নদীর সদরঘাট অংশে চট্টগ্রাম বন্দরে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বলে জানান তিনি।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ