বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডার বড় টেক এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. আল-আমিন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন বরিশালের হিজলা থানার মো. আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই রড মিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলে বাড্ডার বড় টেক এলাকায় তৃতীয় তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
এসএএ/এমএসএ