রাজধানীর কদমতলী থানার পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহন বাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ছিল। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের ভাই সাবু হোসেন জানান, আমার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিনের মতো অফিস শেষে সন্ধ্যার পর বাসায় ফিরছিল আমার ভাই। এ সময় পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা ওই যুবকের মৃত্যুর বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবগত করেছি।

এসএএ/এমএন