প্রাণ হারাচ্ছে চলনবিল
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
গোলাপি ইয়াবা হয়ে যায় কমলা, নেই সাক্ষী, এমন ১৬ কারণে খালাস পায় মাদক মামলার আসামি
মাদকসহ হাতেনাতে ধরা পড়লেও বেশির ভাগ ক্ষেত্রে আসামিরা বিচারিক প্রক্রিয়ায় খালাস পেয়ে যাচ্ছেন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, দেশে মাদকের যত মামলা হয়, তার ৫৯ শতাংশই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ করা যায় না। অন্যভাবে বলা যায়, মাদকের ৫৯ শতাংশ মামলায় আসামিদের সাজা হয় না।
বিজ্ঞাপন
ঢাকাসহ দেশের ২৬টি জেলার বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া মাদকের ৫০০ মামলার রায় পর্যালোচনা ও বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। এর মধ্যে ২৯৬টি মামলায় সব আসামি খালাস পেয়েছেন। সাজা হয়েছে ২০৪টি মামলায়। অর্থাৎ সাজার হার মাত্র ৪১ শতাংশ।
বিবিসি বাংলা
পপি সিড বা পোস্ত দানা কী, এটি নিয়ে বাংলাদেশের আইনে কী বলা আছে?
বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পপি সিড বা পোস্ত দানার চালান আটকের পর থেকে অনলাইনে এই বীজটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে।
পপি সিডই পোস্ত দানা কি না তাও জানার চেষ্টা করেছেন অনেকে।
সাধারণভাবে পোস্তদানা খাবারের মসলা হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। বাঙালি রন্ধন শৈলীতে কমবেশি প্রচলিত হলেও, মুঘল ঘরানার রান্নায় এর প্রচলন আর দশটা নিত্য উপাদানের মতো। 'ইউরোপিয়ান কুকারিতে'ও তার রমরমা উপস্থিতি।
বণিক বার্তা
ব্যয়ের তীব্র গতিতে অন্তর্বর্তী সরকার
বাজেট ঘোষণার পর অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকারের অর্থ ব্যয়ের গতি বেশ মন্থর থাকে। ব্যয় বৃদ্ধি শুরু হয় মূলত তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) থেকে, সবচেয়ে বেশি ব্যয় হয় অর্থবছরের শেষ মাস জুনে। তবে এবার চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুর দিকেই অন্যবারের তুলনায় সরকারের অর্থ ব্যয়ের প্রবণতা বেড়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে ব্যয় ছাড়িয়েছে ১ লাখ কোটি টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। আর গত জুনে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। সব মিলিয়ে এ বছরের জুন থেকে সেপ্টেম্বর সময়ে আড়াই লাখ কোটি টাকার বেশি ব্যয় করেছে অন্তর্বতী সরকার।
বিবিসি বাংলা
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না
আক্রান্ত এবং মৃতের সংখ্যার কারণে ডেঙ্গুজ্বর মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু মোকাবিলার উপায় নিয়ে রয়েছে নানা আলোচনা। ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশ এই টিকা কেন ব্যবহার করা হয় না? মানুষের মধ্যে রয়েছে এমন প্রশ্নও।
একসময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে চিন্তায় থাকতো মানুষ। কিন্তু এখন আর কোনো মৌসুম নেই। বছরের যেকোনো সময়ই হতে পারে ডেঙ্গুজ্বর।
একসময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে চিন্তায় থাকতো মানুষ। কিন্তু এখন আর কোনো মৌসুম নেই। বছরের যেকোনো সময়ই হতে পারে ডেঙ্গুজ্বর।
প্রথম আলো
এক বছরে সড়কে ৬ হাজারের বেশি নিহত, কোথায় বেশি, কারণ কী
দেশে সড়কপথে এক বছরে ৬ হাজার ৪২০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ শতাংশই নারী-শিশু ও পথচারী।
এ হিসাব গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। সড়কে নারী, শিশু, পথচারী এবং চালক-সহকারীরা বেশি ঝুঁকিতে থাকেন এবং এঁদের মৃত্যুর হারও বেশি।
বণিক বার্তা
অ্যাক্রেডিটেশনে আগ্রহ কম পাবলিক বিশ্ববিদ্যালয়ের, পাঁচ বছরে আবেদন মাত্র ১১টি
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিশ্বের উন্নত দেশগুলোয় অ্যাক্রেডিটেশন সনদের প্রচলন রয়েছে। বাংলাদেশেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় আনার লক্ষ্যে ২০১৮ সালের আগস্টে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রামগুলোকে স্বীকৃতি দেয়ার কথা। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে উচ্চশিক্ষাসংশ্লিষ্ট আস্থাভাজন অ্যাক্রেডিটেশন সংস্থা এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স নেটওয়ার্কগুলোর সঙ্গে যুক্ত হয়ে এ স্বীকৃতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করারও কথা এ কাউন্সিলের। তবে প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র ১১টি অ্যাক্রেডিটেশন গ্রহণের আগ্রহ দেখিয়েছে।
আজকের পত্রিকা
মামলার তদন্ত: অভিযোগপত্রে মৃতদের নাম থাকলে তদন্ত কর্মকর্তাকে শাস্তি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সহিংসতার মামলার অভিযোগপত্রে মৃত, নিখোঁজ ও অনিবাসী ব্যক্তির নাম এবং বিচারে তাঁদের সাজা হওয়ার কিছু নজির রয়েছে। জুলাই অভ্যুত্থানের পরও কিছু মামলায় মৃত ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে মৃত, অনাবাসী ব্যক্তির নাম ঠেকাতে পুলিশ সদর দপ্তর ৯টি নির্দেশনা দিয়েছে।
বণিক বার্তা
রেডিওলজিস্ট সংকটে ব্যাহত ক্যান্সারসহ নানা রোগের চিকিৎসা
দেশে চিকিৎসক সংকট নতুন নয়। পাশাপাশি তীব্র সংকট রয়েছে রেডিওলজিস্টেরও। দেশে মোট রেডিওলজিস্টের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও ‘বাংলাদেশ জার্নাল অব মেডিকেল সায়েন্স’-এর একটি গবেষণায় বলা হয়, এ সংখ্যা ৭০০, যা দেশের মোট জনসংখ্যার তুলনায় অনেক কম। অর্থাৎ দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য চারজন রেডিওলজিস্ট রয়েছেন। এ সংকটের কারণে ক্যান্সারসহ নানা গুরুতর রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। ফলে রোগীকে বিভিন্ন শারীরিক জটিলতা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমন বাস্তবতায় আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক রেডিওলজি দিবস।
আজকের পত্রিকা
জুলাই সনদ বাস্তবায়ন: আইনি প্রস্তুতি নিচ্ছে সরকার
গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর তীব্র মতভিন্নতায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। দলগুলোর এমন বিভেদ চলতে থাকলে আগামী দিনে জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়বে সরকারের জন্য। এমনটি যাতে না হয়, সে জন্য দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন প্রধান উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যে দলগুলোর মধ্যে ঐকমত্য না এলে সরকারকেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে। তখন আদেশ জারির ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য আইন মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সমকাল
ফিরছে অ্যাসিড সন্ত্রাসের পুরোনো আতঙ্ক
যৌতুকের দাবিতে স্বামীর পৈশাচিক নির্যাতনে শরীরের দগদগে ঘাঁ তখনও শুকায়নি। শরীরজুড়ে ছিল ব্যথা, ভেতরে ভেতরে জমে থাকা ভয় আর অপমানের ভার। তবুও ফেনীর ফুলগাজীর পূর্ব দরবারপুর গ্রামের বাপের বাড়ি, নিরাপদ আশ্রয় ভেবে নিশ্চিন্ত মনে শুয়েছিলেন খালেদা ইসলাম অমি। কিন্তু নিরাপত্তা শব্দটা তার জীবনের অভিধান থেকে চিরতরে মুছে যায় গত বছরের ৫ সেপ্টেম্বর। ঠিক সন্ধ্যাবাতি জ্বালানোর আগে জানালা দিয়ে ছোঁড়া অ্যাসিডে মুহূর্তেই ঝলসে যায় তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ। ‘অমি এখনও চিকিৎসাধীন। আয়নায় নিজের মুখের দিকে তাকাতে পারেন না। বলেন, ‘মুখটা আর মুখ নেই। আমি বেঁচে আছি, কিন্তু বেঁচে থাকা যেন শাস্তি।’
বণিক বার্তা
দেশ থেকে চুরি হয়ে যাচ্ছে বিরল প্রজাতির রিংটেইলড লেমুর নীলগাই, কচ্ছপ ও পাখি
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের একটি বিশেষ প্রাণী রিংটেইলড লেমুর। দর্শনার্থীদের আকৃষ্ট করতে ২০১৮ সালে বিরল প্রজাতির দুটি রিংটেইলড দেশে আমদানি করা হয়। রাখা হয় গাজীপুর সাফারি পার্কে। পরবর্তী সময়ে প্রাণীগুলো বংশবিস্তার করে। তবে গত বছরের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি রিংটেইলড লেমুর চুরি হয়ে যায়। শুধু রিংটেইলড লেমুরই নয়, নিরাপত্তা দুর্বলতায় চুরি হয়ে যাচ্ছে বিরল প্রজাতির নীলগাই, কচ্ছপ-পাখিও। বিরল প্রজাতির এসব প্রাণী দেশ থেকে চুরি হওয়ার পর ভারতের শিলিগুড়ি-জলপাইগুড়ি হয়ে যাচ্ছে চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ায়। জীবিত প্রাণীর পাশাপাশি কচ্ছপের হাড়ও পাচার হচ্ছে। গত তিন বছরে শুধু পাচারের সময়ই সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ২৯৭ কেজি কচ্ছপের হাড়। প্রাণী পাচারের রুট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মেহেরপুর, হিলি, শিবগঞ্জ, বুড়িমারী সীমান্ত।
ইত্তেফাক
প্রাণ হারাচ্ছে চলনবিল
চলনবিল দেশের বৃহত্তম বিল; যা বর্তমানে নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত। থই থই পানি, পাখ-পাখালি আর নানা দেশীয় প্রজাতির মাছে একসময় ভরপুর থাকত এই বিশাল জলাভূমি। বিশেষ করে মাছ ও ধান উত্পাদনে এই বিলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দখল-দূষণে নদীনালার পানিপ্রবাহ হ্রাস ও গতিপ্রকৃতি পরিবর্তন, কংক্রিটের স্থাপনা নির্মাণ, বিলের বুক চিরে সড়ক-ব্রিজ-কালভার্ট নির্মাণ ও পলি ভরাট হয়ে এখন অস্তিত্ব সংকটে ভুগছে চলনবিল।
সমকাল
ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির
আমাজন অরণ্যের তীরে ব্রাজিলের বেলেম শহরে আগামী বুধবার শুরু হচ্ছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০)। যেখানে প্রায় ১৫০ দেশের প্রতিনিধি জলবায়ু সংকট মোকাবিলার পথ নির্ধারণে যূথবদ্ধ হচ্ছেন।
তবে এবার উড়োজাহাজ ও হোটেলের খরুচে ভাড়ার কারণে অনেক দেশের প্রতিনিধি দলের আকার ছোট থাকছে। যাতায়াত ও আবাসন খরচ দুই থেকে তিন গুণ হওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোর ওপর। জলবায়ু ন্যায়বিচারের আলোচনায় তাদের উপস্থিতি কম হবে। ফলে কপের এই আসরে ভুক্তভোগী দেশের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে পড়তে পারে। পুরো সম্মেলন একতরফা হয়ে পড়বে বলে শঙ্কা করছেন পর্যবেক্ষকরা। অনেক দরিদ্র দেশ ব্রাজিল সরকারের কাছে সাশ্রয়ী ফ্লাইট ও বিকল্প আবাসনের দাবি জানালেও সাড়া মেলেনি।
যুগান্তর
সনদ ইস্যুতে অনড় বিএনপি
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আগের অবস্থানেই অনড় বিএনপি। সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানকে ‘সঠিক পন্থা’ বলে মনে করছে না দলটি। নীতিনির্ধারকদের অভিমত, সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন মিলে। কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির ‘নোট অব ডিসেন্ট (দ্বিমত)’ সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব এক ধরনের তামাশা। এ নিয়ে আলোচনার জন্য সরকার দলগুলোকে ডাকতে পারে। তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে।
সমকাল
জামায়াতের প্রস্তাবে ‘না’, সরকার উদ্যোগ নিলে বসবে বিএনপি
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সাত দিন সময় আগামী সোমবার শেষ হবে। গতকাল শুক্রবার পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি।
তবে বিএনপি দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বৈঠক সূত্র জানিয়েছে, কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার জন্য বৈঠকে সরকারের সমালোচনাও করেছেন নেতারা।
কালের কণ্ঠ
একই দিনে নির্বাচন ও গণভোট, উচ্চকক্ষে পিআরের ভাবনা
রাষ্ট্র সংস্কারে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলেও সমাধানের পথও খুঁজছে সরকার। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একাধিক বিকল্প বিবেচনায় রেখেছে সরকার। এ ক্ষেত্রে বিএনপির দাবি অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং জামায়াত ও এনসিপির দাবি অনুযায়ী ভোটের সংখ্যানুপাতে (পিআর পদ্ধতি) সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ নিয়ে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনাও হয়েছে।
কালবেলা
দ্বন্দ্ব বিভেদ বিতর্ক ছাপিয়ে নির্বাচনী পালে হাওয়া
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্ক এবং মতভেদের মধ্যেই দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রায় সবকটি দল এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় বাড়িয়েছেন জনসংযোগ, হচ্ছে শোভাযাত্রা, চলছে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপর অনেকে। কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা পিছিয়ে নেই নির্বাচনী প্রচারে। নির্বাচন কমিশনও (ইসি) জোরদার করেছে তাদের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকারের তরফে গতকাল শুক্রবারও বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত সোমবার ২৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
কালের কণ্ঠ
চট্টগ্রাম কাঁপাচ্ছে ৬ সন্ত্রাসী
আপাতত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ছয় সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা চট্টগ্রামের অপরাধজগৎ দাপিয়ে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসীর প্রকাশ্য বা গোপন নির্দেশে বিভিন্ন বাহিনী দল-উপদলে ভাগ হয়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে বেপরোয়া হয়ে উঠেছে। এসব বাহিনীর আতঙ্কে কাঁপছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন এলাকা। ঘটছে একের পর এক খুনের ঘটনা।