রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজারের নিকটে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় রূপ নেহারী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপ নেহারী রাস্তার মাঝের আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সদরঘাট থেকে ছেড়ে আসা ভিক্টর পরিবহনের ওই বাসটি রায়সাহেব বাজারের নিকট গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। এতে বাসের নিচে চাপা পড়েন তিনি। পরে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপ নেহারীকে মৃত ঘোষণা করেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. সাইদ বলেন, ভিক্টর পরিবহনের চালক পালিয়ে গেলেও আমরা বাসের হেলপার ও সুপারভাইজারকে আটক করেছি।

এমএইচএস