প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গানের মিছিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদে নিয়োগ বাতিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গানের মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

বিবিসি বাংলা

এবার শীত নামবে কবে? সারাদেশে ঠান্ডার দাপট কেমন থাকবে?

বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ন আসতে বাকি আরো কয়েকদিন। কার্তিকের এই শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে।

সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা, সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এই যেন জনপদে নেমেছে শীত।

মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাঁটছে না।

বণিক বার্তা

প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অভিবাসনে

হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসযন্ত্র, স্নায়বিক, বিপাকজনিত রোগসহ মানসিক স্বাস্থ্য সমস্যার মতো জটিল রোগে আক্রান্তদের এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটিতে অভিবাসনের ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হচ্ছে। নতুন এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে পারিবারিক ও কর্মসূত্রে ভিসা পাওয়ার সুযোগ আরো সংকুচিত হবে। বিশেষ করে বাংলাদেশীদের মধ্যে এসব জটিল রোগে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। এ অবস্থায় নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের ভিসাপ্রাপ্তি ও অভিবাসনের সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নন-ইমিগ্র্যান্ট ভিসা (যেমন বি-১/বি-২, এফ-১, জে-১) সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কনসুলার বা ইমিগ্রেশন কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে।

বিবিসি বাংলা

শাটডাউনে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা দেশটিতে আসা যাওয়ার জন্য নির্ধারিত ১৪০০র বেশি ফ্লাইট ফেডারেল সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শনিবারে বাতিল হয়েছে। এই শাটডাউনের কারণে আগেই দেশটিতে বিমান চলাচল কমানোর ঘোষণা দেয়া হয়েছিলো।

এছাড়া প্রায় ছয় হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। এর আগে শুক্রবার আরও সাত হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য দিয়েছে ফ্লাইট ট্রাকার ফ্লাইটঅ্যাওয়ার।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) চলতি সপ্তাহের শুরুতেই দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০ শতাংশ পর্যন্ত কমানোর কথা বলেছিলো।

বণিক বার্তা

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়নি চট্টগ্রাম বিভাগের অর্ধলাখ শিশু, ৩৫ শতাংশই হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া জেলার

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ৪৬ হাজারের বেশি শিশু এ বছর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়নি। পর্যাপ্ত বিদ্যালয় না থাকা, পরিবারের আর্থিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিশুদের একটি বড় অংশ বিদ্যালয়ে ভর্তি হচ্ছে না।

প্রথম আলো

সরকারি তিতুমীর কলেজ: ঝরে পড়ার হার বেশি, উপস্থিতিও কম

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগে ভর্তি হয়েছিলেন ২৪৬ জন শিক্ষার্থী। প্রায় চার বছর পর তাঁদের মধ্যে থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করেন ১১৭ জন। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩৪।

বণিক বার্তা

নির্বাচন ঘিরে সীমান্তে বেড়েছে ভারী অস্ত্রের চোরাচালান

দ্রুত গুলি চালানোর জন্য বিশ্বজুড়েই বিশেষ পরিচিতি রয়েছে সাব মেশিনগানের (এসএমজি)। প্রাণঘাতী এ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে ১০০-৩০০ রাউন্ড পর্যন্ত গুলি ছোড়া যায় মাত্র এক মিনিটে। কার্যকর পরিসর ৫০-২০০ মিটার হওয়ায় বিশেষ পরিস্থিতিতে শহরের অপরাধ দমনে অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি সহজে বহনযোগ্য হওয়ায় অপরাধীদেরও পছন্দের শীর্ষে থাকে এসএমজি।

প্রথম আলো

জাতীয় নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে, গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যে প্রাক্‌–প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের।

কালের কণ্ঠ

জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে দেওয়া অন্তর্বর্তী সরকারের এক সপ্তাহের সময় শেষ হতে যাচ্ছে আগামীকাল সোমবার। গতকাল শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা মেলেনি। জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়ে রেখেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি মেনে না নিলে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল বাঁকা করব।

যুগান্তর

বিরোধী দলে যাবে না জামায়াত

আসনসংখ্যা যাই হোক না কেন আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে না জামায়াতে ইসলামী। নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটিই এখন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস। এজন্য ক্ষমতার সঙ্গী হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামায়াত। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভায়ও থাকতে চায় দলটি। জুলাই বিপ্লবের ধারকরা এভাবেই নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকারে ঐক্যবদ্ধ থাকতে পর্দার আড়ালে অনানুষ্ঠানিক আলোচনার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। প্রকাশ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে নানা বক্তব্য দিলেও বিএনপি ও জামায়াতকে এক মোহনায় আনতে টানেলের শেষ প্রান্তে এখনো নিভু নিভু আলোর দেখা মিলছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এমনটিই জানিয়েছে। 

কালের কণ্ঠ

আপৎকালীন ৩,৪২২ কোটি টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

চলতি অর্থবছরে দেশের স্বাস্থ্য খাতে জরুরি ব্যয়ের জন্য অতিরিক্ত তিন হাজার ৪২২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিদেশি ঋণ বা অনুদান ছাড়া এই অর্থ পুরোপুরি আসবে দেশীয় উৎস থেকে। মূল বাজেটের বাইরে এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে জনস্বাস্থ্য খাতে কিছু জরুরি প্রয়োজন মেটাতে, অসমাপ্ত প্রকল্প শেষ করতে এবং নতুন বৃহৎ স্বাস্থ্য কর্মসূচি অনুমোদন না পাওয়া পর্যন্ত সেবা কার্যক্রম সচল রাখতে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়টি এরই মধ্যে পরিকল্পনা কমিশনে তিনটি পৃথক এক বছর মেয়াদি প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছে, যা যাচাই-বাছাই শেষে আগামীকাল সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

যুগান্তর

বল এখন সরকারের কোর্টে

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা আজই শেষ হচ্ছে। কিন্তু দলগুলো এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি। জামায়াতে ইসলামী বলছে, তারা বিএনপিকে আলোচনার আহ্বান জানালেও দলটি তাতে সাড়া দেয়নি। আর বিএনপি বলছে, আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে।

কালের কণ্ঠ

চার সন্ত্রাসীচক্রে ত্রস্ত খুলনা

খুলনা মহানগরীর ২ নম্বর কাস্টমঘাটে গত ৬ অক্টোবর রাত পৌনে ৮টায় সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে ইমরান মুন্সিকে (৩৫)। নিহত ইমরান মুন্সি স্থানীয় মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই হত্যাকাণ্ডে জড়িত ছিল ‘পলাশ’ নামের একটি সন্ত্রাসীচক্র। হত্যাকাণ্ডের শিকার ইমরান মুন্সি ছিলেন আরেক চক্র ‘গ্রেনেড বাবু’র সদস্য।

কালবেলা

ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়ের দাবি দাওয়া পূরণ করা হবে

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মতুয়া তথা হিন্দু সম্প্রদায়ের নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’-এর উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।

সমকাল

কৃষির ব্যস্ত মৌসুমেই মাঠ পর্যায়ে গণবদলি

দেশে এখন কৃষির ব্যস্ত মৌসুম। মাঠে চলছে আমন ধান কাটা। কৃষকের সময় কাটছে শীতকালীন সবজি ও রবিশস্যের বীজতলায়। শুরু হয়েছে আলুর বীজ বোনা। নভেম্বর থেকে মার্চ– এই পাঁচ মাসেই সবচেয়ে বেশি সার ও বীজের প্রয়োজন পড়ে। এই সময়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি প্রয়োজন ছাড়া বদলি না করার জন্য বলেছে কৃষি মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) মাঠ পর্যায়ে গণহারে বদলি হচ্ছে। বীজ, সার ও সেচ সুবিধা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা এই সংস্থার চেয়ারম্যান রুহুল আমিন খানের বিরুদ্ধে উঠেছে বদলি বাণিজ্যের অভিযোগ। আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

বিবিসি বাংলা

সরকারি ছুটি নির্ধারণ হয় কীভাবে, সব ছুটি কি সবাই পায়?

সরকারি ছুটি নিয়ে মানুষের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন রয়েছে। এই ছুটি কীভাবে নির্ধারণ করা হয়, কত ধরনের সরকারি ছুটি আছে, সবাই কি একই হারে ছুটি পায় কি না এমন নানা প্রশ্ন আছে বিশেষ করে চাকরিজীবীদের মধ্যে।

সাধারণত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পাবলিক হলিডে বা সাধারণ ছুটির তালিকা ঘোষণা করে সরকার। যেখান নির্বাহী আদেশের মাধ্যমে সাধারণ ছুটির সঙ্গে আরো কিছুদিন যুক্ত করা হয়।