প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

গণভোটে ৪টির বেশি প্রশ্ন রাখার চিন্তা

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। সে ক্ষেত্রে যেসব বিষয়ে বিএনপি-জামায়াতসহ বেশির ভাগ দল একমত, সেগুলো নিয়ে একটি প্রশ্ন হবে। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ যেসব মৌলিক প্রস্তাবে বড় দল বিশেষ করে বিএনপির ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে। সব মিলিয়ে গণভোটে চার-পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে। সরকারের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

যুগান্তর

ফের আতঙ্ক আগুন সন্ত্রাস

রাজনীতির মাঠে আবারও ফিরে এসেছে আগুন সন্ত্রাসের ভয়াবহতা। রাজধানী ঢাকায় আরও পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তদন্ত সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে নিক্ষেপ করা হয়েছে ককটেল। ময়মনসিংহে বাসে আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত চালকের। আহত হন আরও দুজন। আগের দিনও ককটেল নিক্ষেপ করা হয় রাজধানীর বিভিন্ন স্থানে, তিনটি বাসে করা হয় অগ্নিসংযোগ। এসব ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মানুষ এখন গণপরিবহণে উঠতে ভয় পাচ্ছেন।

কালের কণ্ঠ

দুই পক্ষই অনড়, কড়া বার্তা

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি বলছে, স্বাক্ষরিত সনদের বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সে ক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। অন্যদিকে জামায়াতসহ আট দল বলছে, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে

বিবিসি বাংলা

বডি ক্যামেরা কেনা নিয়ে 'লুকোচুরি', ভোটের আগে পৌঁছানো নিয়ে শঙ্কা

দফায় দফায় বৈঠক করে প্রায় ৪০০ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে যেখানে আর মাত্র তিন মাসের মতো সময় আছে, এই সময়ও এসব ক্যামেরা কেনা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

পুলিশ হেডকোয়ার্টারের একাধিক সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তায় এসব ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়। তবে এখনো এগুলো কেনার বিষয়ে চূড়ান্ত আদেশ না হওয়ায় নির্বাচনের আগে সেটি পুলিশের হাত পৌঁছাবে কি-না সেটি নিয়েও সংশয় রয়েছে।

কালের কণ্ঠ

‘অস্ত্রধারী, সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করার নির্দেশ সিএমপি কমিশনারের

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, এই নির্দেশনা কেবল অস্ত্রধারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রে প্রযোজ্য, নিরস্ত্র সাধারণ নাগরিকদের জন্য নয়।

গতকাল মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যের উদ্দেশে দেওয়া এক মৌখিক বার্তায় কমিশনার টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশ দেন। চট্টগ্রামে সম্প্রতি একের পর এক গুলি করে হত্যার ঘটনার পর এই নির্দেশ দেন কমিশনার।

সমকাল

নিউমোনিয়ায় মৃত্যুর ৫২% নবজাতক

দেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। প্রতিবছর প্রায় ১৪ লাখ শিশু এতে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ২৪ হাজার শিশু প্রাণ হারায়, অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৬ জন পাঁচ বছরের কম বয়সী শিশু নিউমোনিয়ায় মারা যায়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) এক গবেষণা বলছে, নবজাতক পর্যায়ে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার ৫২ শতাংশ, এক মাস থেকে এক বছরের মধ্যে ৩২ শতাংশ এবং এক থেকে পাঁচ বছরের মধ্যে ১৬ শতাংশ।

যুগান্তর

এফডিআই’র ৬৪ ভাগ চলে যাচ্ছে বিদেশে

প্রতিবছর যে পরিমাণ সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই দেশে আসছে, এর একটি বড় অংশই আবার মুনাফা বা আগের বিনিয়োগের অংশবিশেষ তুলে নেওয়ার মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে এসব অর্থ পুনরায় বিদেশে চলে যাচ্ছে। গত দুই বছরে এটি বেড়েছে অতিমাত্রায়, তিনগুণের বেশি। এ হার প্রায় ৬৪ শতাংশ। অথচ আগের এক দশকে তা ছিল ২৭ শতাংশের কম। সংশ্লিষ্টরা মনে করছেন, হঠাৎ বিদেশে নেওয়া অর্থের পরিমাণ কেন বাড়ল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কালের কণ্ঠ

নিউমোনিয়ায় মৃতের ৫২% নবজাতক

বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৪ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় ২৪ হাজার। অর্থাৎ দিনে মারা যায় প্রায় ৬৬ শিশু। নিউমোনিয়ায় বাংলাদেশে নবজাতক পর্যায়ে মৃত্যুহার ৫২ শতাংশ।

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। তথ্য অনুসারে, দেশে গত পাঁচ বছরে নিউমোনিয়ায় মৃত্যুর সংখ্যা প্রায় একই রয়ে গেছে। ২০১৭ সালে পাঁচ বছরের কম বয়সে নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার ছিল ৮ শতাংশ। সর্বশেষ জরিপ ২০২২ সালেও ৭.৪ শতাংশ।

সমকাল

এইচআইভি রোগীদের ওপর অপ্রয়োজনীয় পরীক্ষা

দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা শুরুর আগেই ‘ভাইরাল লোড’ পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচি (এনএএসসি)। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, এই পরীক্ষা করা উচিত ওষুধ শুরুর ছয় মাস বা এক বছর পর। বিশেষজ্ঞদের মতে, শনাক্তের পরপরই এই পরীক্ষা করা চিকিৎসাবিজ্ঞানের নৈতিক পরিপন্থি এবং এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে। অন্যদিকে রোগীদের ভোগান্তি বাড়ছে।

যুগান্তর

প্রাথমিকে বই ছাপানোয় আবারও সিন্ডিকেট

আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে কোমলমতি শিশুদের জন্য পাঠ্যবই ছাপানোর কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক মুদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে ৬৭টি মুদ্রণ প্রতিষ্ঠান এবার প্রাথমিকের বই ছাপার কাজ পেয়েছে। জানা গেছে, নিয়ম ভঙ্গ করে এনসিটিবি দরপত্রে উল্লিখিত নির্ধারিত মানের কাগজ, ছাপা ও বাঁধাই উপকরণ ব্যবহার না করে অন্তত ৩০টি মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপার কাজ করেছে। এনসিটিবি অভিযুক্তদের কিছু বই, ফর্মা ও কাভার বিনষ্ট করলেও এর বাইরে আরও কিছু মুদ্রণ প্রতিষ্ঠান অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে।

প্রথম আলো

এবার মেডিকেলে ৫% আসন কমল

এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ৫ শতাংশ আসন কমিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অবকাঠামো ও জনবল-ঘাটতি আছে এমন কলেজে আসন কমেছে। মন্ত্রণালয় বলছে, চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় দুটি বেসরকারি মেডিকেল কলেজে এ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো মুন্সিগঞ্জের বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ ও শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ। অবশ্য এসব কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

বণিক বার্তা

রেলের সেবায় উন্নতি নেই, কমছে না লোকসান

বাংলাদেশ রেলওয়ে পরিচালনায় বর্তমানে বছরে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হচ্ছে সরকারের। পরিচালন ব্যয়ের একটি বড় অংশ যায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, অনবোর্ড পরিষেবা, ইঞ্জিন-কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ সংগ্রহের পেছনে। ‘বিশেষ কার্যক্রম’ খাতের এ পরিচালন ব্যয়ের প্রধান উদ্দেশ্য যাত্রীসেবার মানোন্নয়ন। যদিও সংস্থাটির যাত্রীসেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। ট্রেনে-স্টেশনে অপরিচ্ছন্নতা, সময়সূচিতে হেরফের, টিকিট কালোবাজারি, আসনবিহীন ও টিকিটবিহীন যাত্রীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা, খাবারের বাড়তি দামসহ ব্যবস্থাপনাগত বিভিন্ন ইস্যু এবং চলন্ত অবস্থায় ইঞ্জিন-বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ঘন ঘন লাইনচ্যুতির মতো কারিগরি বিষয়গুলোও যাত্রী ভোগান্তির কারণ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেও রেলের ‘নাজুক যাত্রীসেবায়’ তেমন কোনো উন্নতি হয়নি বলে মনে করেন অনেক নিয়মিত রেলযাত্রী। উল্টো ২০২৪-২৫ অর্থবছরে রেলের আয় কমেছে। অবশ্য আয় কমে যাওয়ার পেছনে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন রেলের কর্মকর্তারা।

প্রথম আলো

‘ইমোশনাল ডোনার’ কিডনি বাণিজ্য বাড়াবে নাকি কমাবে

দেশে কিডনি বিক্রি হওয়ার ঝুঁকি বেড়ে গেল কি না, এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়ার পর কেউ কেউ এই উদ্বেগ দেখিয়েছেন। আবেগের বশবর্তী হয়ে অনাত্মীয় ব্যক্তিকেও কিডনি দান করা যাবে, এমন সুযোগ অধ্যাদেশে রাখা হয়েছে।

কালবেলা

নিরাপত্তার জালে ঢাকার চারপাশ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে সরকার। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয়। যার অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে আজ বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে। আর আগামীকাল বৃহস্পতিবার প্রবেশপথগুলোতে যে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কাউকে দাঁড়াতেই দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য মিলেছে।

বণিক বার্তা

এশিয়া প্যাসিফিকে সর্বনিম্ন লেনদেনের স্টক এক্সচেঞ্জ সিএসই

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পুঁজিবাজার হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ ও সম্ভাবনা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। অথচ দেশের পুঁজিবাজারে ক্রমেই অবস্থান হারাচ্ছে সিএসই। পুঁজিবাজারের মোট লেনদেনের মাত্র ৫-৬ শতাংশ আসে এ এক্সচেঞ্জের মাধ্যমে। গত এক বছরে সিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫ কোটি টাকা। এত কম লেনদেন হওয়া স্টক এক্সচেঞ্জের নজির বিশ্বে বিরল।

কালবেলা

অনুমোদন ছাড়াই ব্যয় ৩৬ কোটি আবদার আরও ১০১ কোটি

সরকার অনুমোদিত সীমার বাইরে গিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি বড় প্রকল্পে অত্যধিক অর্থ ব্যয় করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ২১টি খাতে মোট ৩৬ কোটি ৪১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। অথচ এই ব্যয়ের কোনো অনুমোদন ছিল না। প্রকল্পের শেষ পর্যায়ে এসে অনুমোদনহীন এই ব্যয়ের বৈধতা চাওয়া হয়েছে, যা সরকারি প্রকল্প পরিচালনা নির্দেশিকার পরিপন্থি। এমনকি কোনো যৌক্তিকতা ছাড়াই ওই সব খাতে আরও ১০১ কোটি টাকা চেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

আজকের পত্রিকা

মধুপুর শালবন: কৌশলে গজারিগাছ হত্যা

৪৫ হাজার ৫৬৫ একর আয়তনের টাঙ্গাইলের মধুপুর শালবনে একসময় শাল-গজারিসহ ৬৩ প্রজাতির গাছের পাশাপাশি ভেষজ গুল্ম-লতায় ভরা ছিল। বিচরণ ছিল চিতাবাঘ, হরিণ, বানর, হনুমানসহ অন্তত ২০ প্রকার প্রাণী ও বিষধর সাপের। তবে সেসব আজ অতীত। অভিনব কায়দায় হত্যা করা হচ্ছে এই বনের গজারিগাছ। দিন দিন কমছে বনের আয়তনও। বন বিভাগের হিসাব অনুসারে, ২৬ হাজার ৯৩৫ একর জমি বেহাত।

দেশ রূপান্তর

অপকর্মের খতিয়ান বেবিচকের হাতে

দেশের বিমানবন্দরগুলোয় চোরাচালান প্রভৃতি অপরাধে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের শনাক্ত করার কাজ শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অপরাধসংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে অপকর্ম চালাচ্ছে। ইতিমধ্যে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। তারা বেবিচক এবং বিমানের অন্য সব সংস্থার সদস্য। কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনাক্তকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বেবিচক।

বিবিসি বাংলা

'লকডাউন' রুখে দেওয়ার ঘোষণা পুলিশের, কী করবে আওয়ামী লীগ?

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবেন।

এর আগে গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে।

দেশ রূপান্তর

৩ বিদ্যুৎ প্রকল্পে ৪ হাজার কোটি টাকা লুট

প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রাষ্ট্রায়ত্ত তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গ্যাসসংকট জেনেও এসব প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে একদিকে নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, অন্যদিকে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় বিপুল লোকসান হচ্ছে সরকারের।