চট্টগ্রামে ৮টার পর দোকানপাট বন্ধ, ফটিকছড়িতে লকডাউন
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা বুধবার (২৩ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত রাত ৮টার পরে সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ফটিকছড়ি উপজেলায় ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে করোনাভাইরাস সংক্রান্ত প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, ‘সিভিল সার্জন কার্যালয় থেকে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, জেলার মধ্যে সবচেয়ে সংক্রমণের হার বেশি ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়িতে গত ১৪ দিনে করোনা সংক্রমণের হার ৩৫ দশমিক ৯ শতাংশ। আপাতত ফটিকছড়ি উপজেলায় লকডাউন দেওয়া হচ্ছে। একইসঙ্গে করোনা সংক্রমণ বেড়েছে চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায়ও। পরিস্থিতি দেখে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘লকডাউনের সময় ফটিকছড়ির অভ্যন্তরে চলাচলকারী গাড়ি হাইওয়ে সড়কে উঠতে পারবে না। উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা ও বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান সবসময় খোলা থাকবে। এছাড়া সকল দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টসহ জনসমাগম হয় এমন সব কার্যক্রম বন্ধ থাকবে। উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম বন্ধ থাকবে। মসজিদে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। বুধবার (২৩ জুন) থেকে এ লকডাউন কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বুধবার থেকে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। শুধু ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের ১২টি মোবাইল টিম মাঠে থাকবে। এই নির্দেশনা আমরা নিশ্চিত করব।’
তিনি আরও বলেন, ‘পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ করব। যাতে কেউ বিচে যেতে না পারেন। বিচে প্রতিদিনই বিশেষ করে ছুটির দিনে জনসমাগম হচ্ছে। এটি সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। তাই মেট্রোপলিটন পুলিশকেও চিঠি দেওয়া হবে।’
মমিনুর রহমান বলেন, গণপরিবহনে শৃঙ্খলার জন্য বুধবার থেকে বিআরটিএ কার্যালয়ের তিন জন ও জেলা প্রশাসন কার্যালয়ের একাধিক ম্যাজিস্ট্রেট মাঠে নামবে। যাতে কোনো গণপরিবহনে আসনের ৫০ শতাংশের বেশি যাত্রী নিতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে।
রেস্টুরেন্ট মালিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘বিভিন্ন রেস্টুরেন্টে নির্দিষ্ট আসনের অর্ধেক কাস্টমার বসানোর কথা থাকলেও এর ব্যত্যয় দেখতে পাচ্ছি। আগে আমরা এ বিষয় দেখলে জরিমানা কম করতাম। এখন সর্বোচ্চ জরিমানা করা হবে। কোনো রেস্টুরেন্টে দ্বিতীয়বার জরিমানার মুখোমুখি হলে ওই রেস্টুরেন্ট বা হোটেলকে সিলগালা করা হবে।’
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২৬ জন। আজকে চট্টগ্রামে করোনা শনাক্তের হার প্রায় ২২ দশমিক ৮২ শতাংশ।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চলতি জুনের শেষ ১৭ দিনে ফটিকছড়িতে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর চট্টগ্রাম নগরীতেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২৬ জন। এ দিন চট্টগ্রামে করোনা শনাক্তের হার প্রায় ২২ দশমিক ৮২ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০ টি ল্যাবে ৯৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩১ জন ও বিভিন্ন উপজেলার ৯৫ জন।
কেএম/ওএফ