রাজধানীর হাজারীবাগে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জুবায়ের হোসেন (২২) নামে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটির মা মিনারা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে জামিয়া মারিফুল কোরানিয়া মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। সোমবার রাতে সে মাদরাসায় পড়তে যায়। তখন মাদরাসার হুজুর মো. জুবায়ের হোসেন তাকে ধর্ষণ করে। আমার মেয়ে বাসায় এসে প্রথমে কিছু বলেনি। রাত ১১টায় অসুস্থ হয়ে পড়লে তখন আমাকে সব কিছু বলে। তখন আমার স্বামী হাজারীবাগ থানায় বিষয়টি  জানালে পুলিশ জুবায়েরকে মাদরাসা থেকে আটক করে। আমার মেয়েকে চিকিৎসার জন্য রাত আড়াইটায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।  

এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন,আমরা খবর পেয়ে জুবায়ের হোসেনকে আটক করি। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। ভুক্তভোগী শিশুটির ঢামেক হাসপাতালে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, রাতে ৭ বছরের এক শিশুকে জরুরি বিভাগে নিয়ে এসেছিল তার পরিবার। তারা জানায়,মাদরাসার হুজুর শিশুটিকে ধর্ষণ করেছে। হাজারীবাগ থানার পুলিশ হুজুরকে আটক করেছে বলে জানায় তারা। শিশুটিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এসএএ/এনএফ