ঢামেকের ফটকে ডিএসসিসির ফের অভিযান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দোকান বসানোয় ৭ জনকে আটক করে নিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত। পরে ১৫টি দোকানের মালামাল নিলামে বিক্রি করা হয়।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উচ্ছেদ অভিযান ও নিলাম কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
নিলাম পাওয়া মো. জামাল হোসেন বলেন, ডিএসসিসির উচ্ছেদ অভিযানের পর ফুটপাতে ১৫টি দোকান ও ট্রাকে থাকা মালামাল নিলাম হয়। নিলামে আমি সবচেয়ে বেশি দাম বলায় ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর দিয়ে ৩৮ হাজার ১৬০ টাকায় দোকানের মালামাল পাই।
বিজ্ঞাপন
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গতকালও একই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করি। ওই সময় ৭ জনকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৪ হাজার ১৬০ টাকা দোকানের মালামাল নিলাম করা হয়। কিন্তু গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে আবারও তারা দোকান বসায়। আমি তাদের দোকান বসাতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা সেটা মানেননি। তাই সন্ধ্যায় আমরা আবারও অভিযান পরিচালনা করি। এ সময় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে ১৫টি দোকান ও এক ট্রাক মালামাল সবার সামনে নিলামে বিক্রি করা হয়।
তিনি বলেন, অভিযানকালে ৭ জনকে আটক করা হয়। পরে জুয়েল রানা নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, ৫ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন নাবালক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এসএএ/এসকেডি