গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধ ও অবৈধভাবে নির্মিত একাধিক দোকান ও রেস্টুরেন্ট অপসারণ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এসময় গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করায় মোট ৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে গুলশান তাজউদ্দীন পার্কে শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ইয়ুথ ক্লাবে বাণিজ্যিক ব্যবহার করায় ক্লাবের অফিসভবন সিলগালা করা হয়। এছাড়াও গুলশান পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা নেওয়া হয়।

অভিযান চলাকালে গুলশান ৯৮ নং রোডে নির্মাণাধীন একটি রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয় এবং গুলশান ৯৭ নং রোডে আবাসিক ভবনে একসঙ্গে আটটি সিলিন্ডার দিয়ে বিপজ্জনকভাবে বাণিজ্যিক রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টেটি বন্ধ কর হয় এবং সিলিন্ডার অপসারণ করা হয়।

এসময় গুলশান ৯৮ নং রোডে অবৈধ আরও একটি রেস্টুরেন্ট গ্রিন অ্যান্ড পেপার্সের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। মোবাইল কোর্টে বাড্ডা পুর্নবাসান এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত ২টি দোকান অপসারণ করা হয়। 

রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, রাজউকের ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাগুলো অপসারণের লক্ষ্যে রাজউক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম। 

অভিযানে রাজউকের অথরাইজড অফিসার কায়সার পারভেজসহ সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক উপস্থিত ছিলেন।

এএসএস/জেডএস