রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস খোঁজ নিয়ে দেখে, মধ্য বাড্ডায় বাসে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আমাদের কাছে রাত ১০টার দিকে একের পর এক সংবাদ আসতে থাকে যে রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লেগেছে। পরে আমরা এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখি মধ্য বাড্ডায় কোনো বাসে আগুন লাগেনি। এ ছাড়া মধ্য বাড্ডার আশপাশে আমাদের যে স্টেশনগুলো আছে, সেখানে কোনো আগুনের মেসেজ যায়নি। মধ্য বাড্ডায় বাসে আগুন লাগার সংবাদটি সত্য নয়।

এমএসি/এসএসএইচ