একটি বিদেশি রিভলভারসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. হেজবুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রোববার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, রাজুর কাছে থাকা অস্ত্রটি এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএসি/এসএসএইচ