রাজধানীর আদাবরের নবোদয় হাউসিং এলাকায় পুলিশের চেকপোস্টে গাঁজাসহ সাইফুর রহমান (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চেকপোস্টে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি জানান, আমরা সন্ধ্যার দিকে একটি চেকপোস্ট পরিচালনা করি। এসময় একটি রিকশা নিয়ে আসার সময় তাকে তল্লাশি করে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

তিনি আরও জানান, পরে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। তিনি ফেনীর ফুলগাজীর বক্কর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএএ/এসএসএইচ