স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়, এলজিইডি অফিস ও স্কুলের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৯ নভেম্বর) দুদকের তিনটি অফিস থেকে অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, দেশের তিন জেলায় স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়, ঘুষ-দাবি ও সরকারি নির্মাণকাজে অনিয়মের অভিযোগে দুদক এনফোর্সমেন্ট ইউনিট তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে।

দুদক জানায়, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক পটুয়াখালী কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে প্রকল্প পরিচালকের কাছ থেকে টেন্ডার সংক্রান্ত সব রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং তার বক্তব্য নেওয়া হয়।

দুদক জানায়, টেন্ডার জমা দেওয়ার সময়সীমা এখনো চলমান ৩০ নভেম্বর পর্যন্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার আগেই অভিযোগ করা হয়। সংগ্রহ করা নথিপত্র যাচাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।

অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলা এলজিইডি অফিসে ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে ঘুষ দাবি, হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদক রংপুর কার্যালয় একটি অভিযান চালায়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘুষ লেনদেনের ভিডিও পর্যবেক্ষণ করে। ভিডিওতে একজনকে টাকা নিতে দেখা যায়; তবে সেটি ঘুষ লেনদেন কিনা তা নিশ্চিত হতে আরও তথ্য-প্রমাণ প্রয়োজন বলে দুদক জানায়।

এদিকে দেলদুয়ার উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় নির্মাণকাজে অনিয়ম ও অগ্রিম বিল উত্তোলনের অভিযোগে দুদক টাঙ্গাইল কার্যালয়ের দল তৃতীয় অভিযান পরিচালনা করে।

এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীসহ সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে। পরিদর্শনে অগ্রিম বিল দেওয়াসহ কয়েকটি অনিয়মের প্রাথমিক সত্যতা পায় দুদক। রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

আরএম/জেডএস