কবির বিন আনোয়ারের ২ বোন ও ভগ্নিপতিকে সম্পদের নোটিশ
অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দুই বোন ও ভগ্নিপতির সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সাবেক সচিব কবির বিন আনোয়ারের বোন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শ্যামলী হোসেনের নামে এক কোটি ৯২ লাখ ৪৫ হাজার ১৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক।
শ্যামলী হোসেনের স্বামী এবং কবির বিন আনোয়ারের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৬ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ কারণে তাদের কাছে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া সাবেক সচিবের আরেক বোন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শাখা প্রধান ইমেলদা হোসেনের নামে ৫৫ লাখ ২২ হাজার ৯৩১ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। তার নামে আরও অপ্রকাশিত সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে দুদক। ফলে তাকেও ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে।
গত ১৯ জানুয়ারি সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এছাড়া, ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলায়।
ওইদিনই তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে কবির বিন আনোয়ারকেও। তৌফিকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।
আরএম/এমজে