টিওডি বাস্তবায়নে আন্তঃসংস্থা সমন্বয়ের প্রয়োজন : রাজউক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) প্রকল্পটি বাস্তবায়নে একটি আন্তঃসংস্থা সমন্বয়ের প্রয়োজন।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাইকার কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীনে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) শীর্ষক প্রকল্পের ৪র্থ সেমিনারে তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) টিওডি কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় ভূমি ব্যবহারের নিয়মকানুন এবং জোনিং নীতিগুলো ড্যাপ প্রদান করে। আমাদের গেজেটেড টিওডি নির্দেশিকাতে বিশদ বিবরণ দেওয়া হয়েছে যেখানে টিওডি জোনগুলো ঘন, উচ্চমানের এবং ন্যায়সঙ্গত উন্নয়নকে উৎসাহিত করার জন্য সরবরাহ করা হয়েছে, যা হাঁটার দূরত্বের মধ্যে আমাদের গণপরিবহন নেটওয়ার্কের পরিপূরক।
রাজউক চেয়ারম্যান বলেন, এই দৃষ্টিভঙ্গি কেবল রাজউক দ্বারা বাস্তবায়িত হতে পারে না। টিওডি প্রকল্পটি বাস্তবায়নে একটি আন্তঃসংস্থা সমন্বয়ের প্রয়োজন।
বিজ্ঞাপন
সেমিনারের সূচনা বক্তব্যে রাজউকের নগর পরিকল্পনাবিদ ও প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার প্রকল্পের প্রেক্ষাপট, কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) গাইডলাইন সরকার কর্তৃক অনুমোদিত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সে বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।
এছাড়া সেমিনারে টিওডির ধারণা, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, দুটি স্টেশন কেন্দ্রিক পাইলট কেস স্টাডি, জাপানে টিওডি বিষয়ক প্রশিক্ষণ, গাবতলী স্টেশন এলাকার সমন্বিত উন্নয়ন ইত্যাদি বিষয় উপস্থাপন করেন জাইকা পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার নোজমি হিসিদা।
এএসএস/এসএম