ঢাকায় আজ যা যা করলেন কমনওয়েলথ মহাসচিব
বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের রোববার (২৩ নভেম্বর) ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন।
এ দিন তিনি ঢাকায় নিযুক্ত কমনওয়েলথের রাষ্ট্রদূত, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং দেশের রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বিজ্ঞাপন
পৃথক বৈঠকগুলোর তথ্য শেয়ার করে শার্লি বচওয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
ঢাকায় নিযুক্ত কমনওয়েলথের দূতদের সঙ্গে বৈঠক নিয়ে মহাসচিব বলেন, কমনওয়েলথ পরিবার বাংলাদেশের জনগণের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
কমনওয়েলথ কীভাবে বাংলাদেশকে তার জনগণের কল্যাণে কমনওয়েলথ সনদের মূল্যবোধকে এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখতে পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত দূতদের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদসহ আরও কিছু বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে শার্লি বচওয়ে বলেন, আজ আমি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা, যা আমাদের কমনওয়েলথ সনদের মূল মূল্যবোধ এবং গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থায় অবদান রাখার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা সম্পর্কে তার প্রতিফলন আমি প্রশংসা করি। কমনওয়েলথ বাংলাদেশকে তার বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মহাসচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমাকে অগ্রগতি জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সব বাংলাদেশির পূর্ণ অংশগ্রহণকে সহজতর করার জন্য কমনওয়েলথ কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।
দেশের চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক নিয়ে শার্লি বচওয়ে বলেন, আমি বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছি। আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদের মূল্যবান মতামত শুনেছি। কমনওয়েলথ সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকব এবং সমর্থন করব।
উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ মহাসচিব।
এনআই/বিআরইউ