চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (২৩ নভেম্বর) উপজেলার উত্তর জলদি কাজী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার হোসেন উত্তর জলদীর মৃত আজম উল্লাহ ছেলে। 

র‌্যাব জানায়, ভুক্তভোগী রিপু আক্তার (৩১) বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। ভুক্তভোগীর বাবার বাড়ির সঙ্গে আসামিদের দীর্ঘদিনের জমি-সম্পত্তির বিরোধ চলে আসছিল। ঘটনার দুই দিন আগে রিপু আক্তার স্বাভাবিকভাবে বাবার বাড়িতে বেড়াতে যান। গত ২৩ অক্টোবর সকালে নিজের বাবার উঠানে হাঁটার সময় আসামিরা অকথ্য গালিগালাজ শুরু করলে রিপু প্রতিবাদ করেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ইট দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে স্থানীয়দের চিৎকারে তারা পালিয়ে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপুকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পর রিপুর স্বামী নুর মোহাম্মদ বাঁশখালী থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মোক্তার হোসেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএন