দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রতিনিয়তই সতর্ক করে বার্তা দেওয়া হচ্ছে। এরপরও অনেকের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। খোদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে দেখা গেল স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা।

হাসপাতালে আসা রোগীর স্বজনরা তো মানছেনই না, সঙ্গে কর্মচারীরাও করোনা ইউনিটে মাস্ক ছাড়া ঢুকছেন এবং বের হচ্ছেন। প্রতিদিনই এখানে করোনার উপসর্গ নিয়ে এবং আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের বিভিন্ন স্থানে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া থাকলেও মানছেন না অনেকে।

বুধবার (২৩ জুন) ঢামেক হাসপাতালে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কথা হয় করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জামাল উদ্দিনের সঙ্গে। তাকেও দেখা যায় মাস্ক ছাড়াই এখানে চলাফেলা করতে। জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার রোগী উপরের তলায় ভর্তি আছে। অনেক সময় তাড়াহুড়োর কারণে মাস্ক ব্যবহার করতে ভুলে যাই। তবে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।

করোনা উপসর্গ নিয়ে ঢামেক হাসপাতালে আসেন মুরাদ নামে একজন। তার সঙ্গে থাকা স্বজনের মুখেও মাস্ক ছিল না। জানতে চাইলে তিনি বলেন, আমার রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তাই কোথায় মাস্ক আর কোথায় কী, তা ভুলে গেছি।

কথা বলতে বলতে দেখা গেল হাসপাতালের এক কর্মচারী মাস্ক ছাড়া প্রবেশ করছেন। দৃষ্টি আকর্ষণ করে তার নাম জানতে চাইলে তিনি বলেন, ’কেন ভাই কিছু বলবেন।’ মাস্ক নাই কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ’মাস্ক আছে ভেতরে ভুলে রেখে গেছি’ বলে দ্রুত হাসপাতালের ভেতরে চলে যান তিনি।

ঢামেক হাসপাতাল-২ এর ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, করোনা আবার কিছুটা বেড়েছে। তবে আমাদের এখনো দুই শতাধিক শয্যা খালি আছে। প্রতিদিন রোগী ভর্তি চলছে।

করোনায় অনেকেই মাস্ক পরছেন না, তাদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি মাস্ক যাতে সবাই পরে। হাসপাতালের সব জায়গায় নির্দেশনা দেওয়া আছে, তারপরও অনেকে মাস্ক পরেন না। আমরা চেষ্টা করছি যাতে সবাই মাস্ক পরে হাসপাতালে আসা-যাওয়া করে।

বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার শিকদার ঢাকা পোস্টকে বলেন, করোনায় মাস্ক পরা বাধ্যতামূলক। আমাদের এখানে 'নো মাস্ক নো সার্ভিস' নির্দেশনা দেওয়া আছে। তারপরও অনেকে মাস্ক পরে না। আমার বহির্বিভাগে আমি হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করছি, যাতে সবাই মাস্ক পরে।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, করোনা নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। করোনা রোগী আবার বাড়ছে।

মাস্ক না পরা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের হাসপাতালের সব জায়গায় নির্দেশনা দেওয়া আছে মাস্ক পরার জন্য। তারপরও অনেকে মাস্ক পরছেন না। সবাইকে সচেতন হতে হবে। আমাদের একার পক্ষে সব কিছু সম্ভব নয়। এদের ধরে তো আর আমরা পুলিশে দিতে পারি না।

এসএএ/এসএম/জেএস