মহিলা পরিষদ
অস্থিরতা-আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে বেড়েছে সহিংসতা-নিপীড়ন
সম্প্রতি রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে যৌন নিপীড়ন, যৌন সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি বলছে, কিশোর এবং তরুণরা যৌন নিপীড়ন, যৌন সহিংসতার মতে ভয়াবহ অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। নারী ও কন্যাশিশু নির্যাতনের গুরুতর ঘটনাগুলোই কেবল সংবাদ মাধ্যমে উঠে আসে।
বিজ্ঞাপন
মঙ্গলবার(২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ-সম্মেলনে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে যৌন নিপীড়ন, যৌন সহিংসতা বেড়েছে৷ আতঙ্কজনক বিষয় হচ্ছে- ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতা অথবা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা হয়ে উঠেছে আরো বেপরোয়া। এতে ঘটনার সংখ্যা এবং ভয়াবহতা বাড়ছে ক্রমশই।
বিজ্ঞাপন
জেইউ/এমজে