শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কাপড় ব্যবসায়ী
রাজধানীর শান্তিনগর বাজারের সামনে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৪০) নামে এক কাপড়ের ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আহত বিল্লাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার এলাকায় ভালো থাকতেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই ফজলুর রহমান জানান, আমার ভাই গাউছিয়া, মৌচাক মার্কেটসহ বিভিন্ন মার্কেটে পাইকারি কাপড় সরবরাহ করতেন। গতরাতে শান্তিনগর বাজার এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী আমার ভাইয়ের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই তারা আমার ভাইয়ের বুকে ও বাম পায়ের রানে ছুরিকাঘাত করে ৫০০০ টাকা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে আমার ভাইয়ের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএন