প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের ‘হস্তক্ষেপ’

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন পুলিশ কমিশন গঠনের জোর দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত একটি কমিটি পুলিশ কমিশনের খসড়া তৈরি করে। তবে সেই খসড়া আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর তা অনেকটাই পাল্টে যায়। বাদ পড়ে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ।

আজকের পত্রিকা

‘অকেজো’ ইভিএমের পেছনে মাসে খরচ ৩৩ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে না নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকেও ইভিএম-সংক্রান্ত অংশ বাদ দিয়েছে বর্তমান ইসি। ভবিষ্যতে ইভিএম ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। অথচ ‘প্রায় অকেজো’ ইভিএমগুলো রাখতে প্রতি মাসে মাঠপর্যায়ে সাড়ে ৩৩ লাখ টাকা গুদামভাড়া দিতে হচ্ছে কমিশনকে।

কালের কণ্ঠ

খালেদা জিয়া এখনো সংকটাপন্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা শুক্রবারের মতো গতকাল শনিবারও সংকটাপন্ন ছিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে। গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

কালবেলা

‘মিনিস্ট্রি অডিটে’ ঘুষের রেট এক মাসের বেতন

শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ধরার জন্য গঠিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তারাই এখন দুর্নীতিতে নিমজ্জিত। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে তারা নিয়মিত ঘুষ আদায় করছেন, যেখানে শিক্ষক-কর্মচারীর এক মাসের বেতনই ঘুষের রেট। ডিআইএ কর্মকর্তাদের এই পরিদর্শন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে পরিচিত ‘মিনিস্ট্রি অডিট’ নামে। সাম্প্রতিক কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনের নথি, অডিও রেকর্ড ও অভিযোগ যাচাই করে দেখা গেছে, ডিআইএতে অন্তত ১৬ কর্মকর্তা মিলে গড়ে তুলেছেন ঘুষের সিন্ডিকেট। পরিদর্শন ও অডিটের নামে প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের এক মাসের বেতন নেওয়া হচ্ছে ঘুষ হিসেবে। কোথাও কোথাও দুই মাসের বেতনের সমপরিমাণ টাকাও দাবি করা হয়েছে।

কালের কণ্ঠ

হাইওয়েতে ব্যাপক চাঁদাবাজি

সারা দেশে সড়ক-মহাসড়কে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ পেয়েছে পুলিশ। পাশাপাশি নানা অনিয়মের কারণে তিন শতাধিক হাইওয়ে পুলিশ সদস্যের ওপর গোয়েন্দা নজরদারি চলছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের  ওপরও গোয়েন্দা সংস্থার নজরদারির খবর পাওয়া গেছে। এ ক্ষেত্রে ভুক্তভোগী লোকজনের তথ্যকে গুরুত্ব দেওয়া হয়।

যুগান্তর

সব পথ মিশে গেছে যেখানে

গোটা জাতির কাছে ‘আপসহীন’ এক আবেগের নাম খালেদা জিয়া। আপসহীন এবং খালেদা জিয়া যেন সমার্থক শব্দ। আপসহীন শব্দটি উচ্চারণ করা মাত্রই যে কেউ বুঝতে পারেন কার কথা বলা হচ্ছে। যিনি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য-বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জেল-জুলুমসহ নানামুখী ষড়যন্ত্র গভীর দেশপ্রেম দিয়ে মোকাবিলা করেছেন। কিন্তু নিজের সুবিধার জন্য বিন্দুমাত্র আপস করেননি। দেশ ছাড়েননি। সব সময় নেতাকর্মীদের আগলে রেখেছেন। নিজের যোগ্যতায় তিনি এখন দেশের সত্যিকারের রাজনৈতিক অভিভাবক। জাতীয় ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের কাছে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কালের কণ্ঠ

অভিযোগ প্রমাণে ব্যর্থতায় খালাস ৭৯% আসামি

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হন মো. মেহেদী হাসান। অভিযোগের সত্যতা পেয়ে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিচার শুরুর পর মামলার এজাহারকারী ছাড়া অন্য ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসেননি। ফলে একজন সাক্ষীর ওপর নির্ভর করে আসামিকে দোষী সাব্যস্ত করা ঠিক নয় উল্লেখ করে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তাঁকে খালাস দেন আদালত।

যুগান্তর

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

দেশের মাধ্যমিকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই ছাপাতে সবগুলো মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ কারণে আগামী শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীরা পাঠ্যবই পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মোতাবেক নবম-দশম শ্রেণির বই ছাপানোর কাজ শুরু হলেও ষষ্ঠ, সপ্তম ও অষ্টম-তিন শ্রেণির পাঠ্যবই ছাপাতে এভাবে গড়িমসি করা হলে তার খেসারত দিতে হবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র এক মাস বাকি।

আজকের পত্রিকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি: তফসিলের পরই অভিযান

সারা দেশে অচিরেই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন গজিয়ে ওঠা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর অভিযান পরিচালনার ছক তৈরির কাজ চলছে।

প্রথম আলো

চালের দাম বিশ্ববাজারে সর্বনিম্ন, দেশে চড়া

বিশ্ববাজারে চালের দাম ২০১৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকারক দেশগুলোতে আমদানির চাহিদা কমে যাওয়ায় দাম কমে গেছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।

বাংলাদেশেও উৎপাদন বেড়েছে বলে সরকারি হিসাবে উঠে এসেছে। কিন্তু দাম সেভাবে কমছে না; বরং তা সর্বোচ্চ পর্যায়েই রয়ে গেছে।

আজকের পত্রিকা

বরেন্দ্র অঞ্চলে পানির সংকট: সেচে বিধিনিষেধ, চাপে কৃষি

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৪ হাজার ৯১১ মৌজায় এখন খাবারের পানি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানি তোলা নিষিদ্ধ। সেচ কিংবা শিল্পকারখানার জন্য আর গভীর নলকূপের পানি ব্যবহার করা যাবে না। পানিসংকটের বাস্তবতায় ৬ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট জারি করে সরকার। এতে হতাশ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।

দেশ রূপান্তর

একযোগে ৩ শতাধিক বদলি র‌্যাব-১৫ সিও ক্লোজড

ইয়াবা ও অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার এবং বান্দরবান নিয়ে গঠিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫-এ কর্মরত তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। তার মধ্যে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে ক্লোজড করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সমকাল

সোনাদিয়া দ্বীপে দখল, অবৈধ নির্মাণ

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার মৌসুম। গত মৌসুমে সৈকত থেকে ডিম সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৫০০। ২০২০ সাল পর্যন্ত কচ্ছপ বছরে ১০ হাজারের বেশি ডিম পাড়ত। কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত ডিম দিতে কোনো কচ্ছপ সৈকতে আসেনি। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যাচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সংকটাপন্ন পরিবেশের কথা।

বণিক বার্তা

নীতিভ্রষ্ট অগণতান্ত্রিক নয়, সব নাগরিকের অর্থনীতি দাঁড় করানোর অঙ্গীকার

বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। সরকার গঠন করলে বিএনপি ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি অর্থনীতিতে গণতান্ত্রিকীকরণ ঘটাবেন।

দেশ রূপান্তর

এক টাকার কাজ নেই ৩৩৬ কোটির প্রকল্পে

উদ্বোধনের তিন বছর পার হয়ে গেলেও পাবনার রূপপুর রেলওয়ে স্টেশন আজও সম্পূর্ণ অব্যবহৃত পড়ে আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি ও মালামাল পরিবহনের জন্য সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ স্টেশন ও ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথে এখনো কোনো মালামাল আসেনি। ভবিষ্যতেও এর ব্যবহার হবে কি না, তা নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই কর্র্তৃপক্ষের কাছে। রূপপুর প্রকল্পের মাস্টারপ্ল্যানে এই রেলপথের কোনো স্থান না থাকলেও ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো কার স্বার্থে তৈরি হয়েছেএখন এ প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, আওয়ামী লীগ সরকার আমলে একটি প্রভাবশালী মহলকে আর্থিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই ‘অপ্রয়োজনীয়’ প্রকল্প বাস্তবায়ন করা হয়।

বিবিসি বাংলা

বিশ্বের সবচেয়ে বিরল রক্তের গ্রুপ কোনটি ও কেন?

প্রতি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে থাকে বিরল এই রক্ত। বিরল রক্তের গ্রুপ যাদের, এমন মানুষের জীবন বাঁচাতে কাজে আসবে - এমন আশায় এ রক্ত এখন ল্যাবরেটরিতে তৈরির চেষ্টা করছেন গবেষকরা।