কমলাপুরে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, শনিবার বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে আজ দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস