বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে খারাপ করে রাখা হয়েছিল ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এ কথা ব‌লেন তি‌নি।
 
তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, কিছু সিদ্ধান্ত ছিল যার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় অবনতি হয়েছিল। ২০০৯ সালের আগে পাকিস্তানের সঙ্গে আমাদের যেসব বিষয় ছিল, তাতে কোনও পরিবর্তন হয়নি পরবর্তী ১৫ বছরে। বলতে পারেন যে, ক্ষমা চায়নি, সম্পদ ভাগাভাগির ইস্যু আছে, এটা তো আগেও হয়নি, পরেও হয়নি। কিন্তু এই সময়টাতে ইচ্ছাকৃতভাবে কিছু সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল।

তি‌নি ব‌লেন, আমাদের সিদ্ধান্ত ছিল— আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব, অতিরিক্ত কোনো কিছু না। আমাদের আমদানি-রপ্তা‌নির ক্ষেত্রে যদি বিকল্প একটি উৎস থাকে, সেটা তো মনে হয় আমাদের স্বার্থেই আসে। আমরা তো পাকিস্তান থেকে তুলা আনতে পারি, পেঁয়াজও এসেছে যখন ঘাটতি ছিল। এবার তো ঘাটতি নেই, কাজেই যখন সংকট থাকে, তখন একাধিক সোর্স থাকলে আমাদের জন্যই সুবিধা।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যদি ভালো হয়ে থাকে, ভালো হয়েছে বলে আমি মনে করি। ইচ্ছাকৃতভাবে যেটুকু খারাপ করে রাখা হয়েছিল সেইটুকু, অসাধারণ কোনও সম্পর্ক না। সেটা আমাদের স্বার্থে গেছে বলেই আমার বিশ্বাস।

এনআই/এমজে