এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি মিতা, সেক্রেটারি শাওন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট বাচিক শিল্পী এপেক্সিয়ান নাজমুন নাহার মিতা। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিয়া আরেফিন শাওন।
গত শনিবার রাজধানীর পল্টন টাওয়ারের শর্মা হাউজে অনুষ্ঠিত ১৬তম বার্ষিক সাধারণ সভা শেষে এপেক্স ক্লাব অব ঢাকার ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এই কমিটি ২০২৬ সালের কর্মবর্ষ পরিচালনা করবে।
বিজ্ঞাপন
এর আগে চলতি বছরের সভাপতি (২০২৫) এপেক্স মাকামি মাহমুদা দীপার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপু।
অনুষ্ঠানে জাতীয় সভাপতি সায়েম টিপু বলেন, “বার্ষিক সাধারণ সভা নেতৃত্ব বিকাশের ভবিষ্যৎ সেতুবন্ধন। আজ নির্বাচিত নেতারা আগামী দিনের শক্তিশালী ‘এপেক্স বাংলাদেশ’ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ২০২৫ সালে এপেক্স ক্লাব অব ঢাকা সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যাণে কাজ করেছে। সারা বছরে তারা ৩০টির বেশি সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে, যা বর্তমান প্রেক্ষাপটে একটি বিরল দৃষ্টান্ত। তিনি নতুন নেতৃত্বের কাছে ক্লাবটিকে আরও শক্তিশালী কাঠামোয় উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
২০২৬ সালের নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: সিমুন সুলতানা এলিন; জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: জাকিয়া সুলতানা মিতা; আইপিপি অ্যান্ড এক্সপানশন ডিরেক্টর: মাকামি মাহমুদা দীপা; ট্রেজারার: আখি আলিফ; সার্ভিস ডিরেক্টর: আফরোজা সুলতানা রোজি; মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর: সালমা আকন্দ ;ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর: তাপশী রায়;পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর: আজিজা সুলতানা এবং সার্জেন্ট অ্যাট আর্মস: নাজমা মান্নান
অনুষ্ঠানে অ্ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান আবু নাঈম মো. মাকসুদুর রহমান, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. আসলাম হোসেন, মো. আবদুল মতিন শিকদার, ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেলা গভর্নর (এক) তুষার কান্তি ঘোষ, এপেক্স বাংলাদেশের অতীত গভর্ণর (এক) হান্নান খান হেলিম প্রমুখ।
এসআই/এসএম