শিক্ষাগত উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ-থাইল্যান্ড
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
থাই দূতাবাস জানায়, উভয় পক্ষ শিক্ষাগত উন্নয়নে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ বিনিময় এবং দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুলের খাবার কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া, উভয় পক্ষ শিশু ও যুব উন্নয়ন কর্মসূচির অধীনে সহযোগিতা এবং থাই রাজকুমারী মহা চক্রী সিরিন্ধন পৃষ্ঠপোষকতার ‘মহা চক্রী’ পুরস্কার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এনআই/বিআরইউ