ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত
জামায়াতে ইসলামী এর আগে কোনো জাতীয় নির্বাচনে দলের নেতাদের বাইরে কাউকে প্রার্থী করেনি। জামায়াতের প্রার্থীদের মধ্যে ন্যূনতম রুকন পদধারী নেতারা ছিলেন। এবার সেখানে দলটি কিছুটা শিথিল অবস্থান নিয়েছে। ভিন্নধর্মাবলম্বীদেরও এবার প্রার্থী করছে জামায়াত।
বিজ্ঞাপন
সমকাল
মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবি বিএনপি-জামায়াত
আগামী ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে কৌশলে পরিবর্তন এনেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মিত্র দলগুলোকে আগে যতটা সংসদীয় আসন ছাড়ার ঘোষণা দিয়েছিল, সেই অবস্থান থেকে দুই দলই সরে এসেছে। বিএনপি আগে ৫০ আসনের কথা বললেও এখন প্রাথমিকভাবে মিত্র দলগুলোকে ১৩টি আসন নিশ্চিত করেছে। আর জামায়াত ১০০ আসনের প্রতিশ্রুতি দিলেও, এখন বলছে আগের ঘোষণাটি আনুষ্ঠানিক নয়।
দেশ রূপান্তর
বিচারের জন্য প্রস্তুত হচ্ছে কাদেরের মামলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর এবার দলের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের মামলার বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের এ মামলার তদন্ত প্রতিবেদনও সম্পন্নের পথে। শিগগির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রথম আলো
২৫০ প্রজাতির বন্য প্রাণী হত্যা এখন জামিন অযোগ্য অপরাধ
এত দিন শুধু বাঘ ও হাতি হত্যার অপরাধে কেউ গ্রেপ্তার হলে জামিন পেতেন না, এখন আরও ২৪৮টি বন্য প্রাণী হত্যার অপরাধও হবে জামিন অযোগ্য।
হুমকির মুখে থাকা দেশের বন্য প্রাণী সুরক্ষার নতুন আইনে এই পরিবর্তন আসছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ’ অনুমোদন পায়।
সমকাল
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিনা চিকিৎসায় ফিরছেন রোগী
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট একটি বিশেষায়িত চক্ষু হাসপাতাল। ভোর হতেই সেখানে রোগীর দীর্ঘ সারি পড়ে। প্রতিদিন কমবেশি দুই হাজার রোগী সেবা নিয়ে থাকেন। তবে সরকারি এই হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছেন অনেকে। দুপুর ২টা বাজতে না বাজতেই হাসপাতাল প্রায় ফাঁকা হয়ে যায়। চিকিৎসক, নার্সদের দেখা মেলে না। বিনামূল্যের ওষুধও মিলছে না সব ক্ষেত্রে। রোগী এবং তাদের স্বজনের সঙ্গে চিকিৎসক-নার্সদের খারাপ ব্যবহারের অভিযোগও রয়েছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেই সঙ্গে ‘২৫০ শয্যাবিশিষ্ট জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু অনিয়ম।
দেশ রূপান্তর
নদীর পাড়ে জলের হাহাকার
দেশের উত্তরাঞ্চল তথা উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা নদী আজ মৃত্যুপথযাত্রী। প্রতি বছর বর্ষা-পরবর্তী সময়ে তিস্তা ব্যারেজে ৩০ হাজার কিউসেকের বেশি পানি জমা থাকত। জানুয়ারি মাসে এর মধ্যে ১৪ থেকে ২০ হাজার কিউসেক পানি বোরো সেচের জন্য সংরক্ষণ করা হতো। কিন্তু এবার ডিসেম্বরের শুরুতেই নদী শুকিয়ে যেতে শুরু করেছে। প্রশস্ত, ছলাৎছল ঢেউয়ের সেই তিস্তা এখন ক্ষীণ স্রোতধারায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুম শুরুর আগেই নদীর পেটে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় চর। আসন্ন বোরো মৌসুমে সেচের চরম সংকটের আশঙ্কা করা হচ্ছে তিস্তা অববাহিকায়।
আজকের পত্রিকা
খালেদা জিয়ার লন্ডন যাত্রায় জটিলতা
শারীরিক জটিলতা এবং নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া নিয়ে সমস্যা হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবারের মধ্যেই লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল তাঁর। এর মধ্যে ৮০ বছর বয়সী বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এসবের জেরে যাত্রার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি উড়োজাহাজেও এসেছে বদল। তারপরও সার্বিকভাবে লন্ডনযাত্রা নিয়ে জটিলতা এখনো রয়েই গেছে বলে জানা গেছে।
বণিক বার্তা
দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা এখনো পঞ্চম শ্রেণীর নিচে
দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত এবং সব শিশুকে বিদ্যালয়মুখী করতে গত কয়েক দশকে সরকারিভাবে বহু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন বেসরকারি সংস্থাও (এনজিও) পরিচালনা করেছে বহুমুখী শিক্ষা কার্যক্রম। অথচ ৪২ শতাংশের বেশি জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা এখনো পঞ্চম শ্রেণীর নিচে, যা শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
কালের কণ্ঠ
ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির নিজস্ব কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। তবে এ দাবি আমলে না নিয়ে রিটার্নিং অফিসারের দায়িত্বে ডিসিদেরই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
বণিক বার্তা
প্রাপ্তবয়স্কদের হার্টের স্টেন্টের দাম কমলেও অপরিবর্তিত শিশুদের
বিগত দশকগুলোতে দেশের প্রাপ্তবয়স্কদের হৃদরোগ চিকিৎসায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। হৃদরোগে অস্ত্রোপচারে সাফল্য অর্জনের পাশাপাশি রোগীদের বিদেশনির্ভরতাও কমেছে। তবে শিশুদের হৃদরোগের চিকিৎসায় অগ্রগতি তুলনামূলক কম। দেশে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সংকট যেমন রয়েছে, তেমনি চিকিৎসা ব্যয়ও বেশি। কয়েক দফায় প্রাপ্তবয়স্কদের হার্টের স্টেন্টের (রিং) দাম কমালেও শিশুদের ক্ষেত্রে যে ধরনের স্টেন্ট ব্যবহার করা হয় সেটির দাম কমানোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যার কারণে শিশুদের হৃদরোগের চিকিৎসার খরচ তুলনামূলক বেশি। ফলে অনেক শিশু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকছে।
কালের কণ্ঠ
টেকনাফে বছরে অপহৃত ২০০
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে আরো সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারীদের ১০টি চক্র। অবস্থা এমন যে কিছুদিন ধরে অপহরণকারীদের ভয়ে উপজেলার কয়েকটি গ্রামে রাতে লাঠি হাতে গ্রামবাসীকে পাহারা দিতে হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয়রা চরম উদ্বেগে আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফে গত এক বছরে কমপক্ষে ২০০ জন অপহরণের শিকার হয়েছে।
প্রথম আলো
ব্রাজিল–আর্জেন্টিনার গ্রুপ কেমন হলো, তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কতটুকু
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। ১২টি গ্রুপের মধ্যে সম্ভবত বাংলাদেশের বেশির ভাগ ফুটবলপ্রেমীর চোখ সেঁটে থাকবে সি ও জে গ্রুপে। কারণ, সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল আর জে গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার গ্রুপে বাকি দিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেবারিট।
যুগান্তর
বিএনপির ২৮ আসন নিষ্পত্তির অপেক্ষায়
সম্প্রতি দুই ধাপে ২৭২ আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব প্রার্থী ঘোষণার পর অনেক মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিস্মিত ও হতাশ হয়েছেন। কারণ এদের মধ্যে কয়েকজন এতদিন নিজ আসনে ভোটের গণসংযোগে বেশ সক্রিয় ছিলেন। এখনো ২৮টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এসব আসনের বেশিরভাগই যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য রাখা হয়েছে। তবে কয়েকটি বিরোধপূর্ণ আসনও রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বিএনপিও।
প্রথম আলো
পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল
ইয়াবা পাচারের অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুজন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গত ২৪ নভেম্বর আট হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তারের পর মাদক পাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। তবে মিজানুর যে পুলিশ কর্মকর্তা, মামলায় তা উল্লেখ করা হয়নি।
বিবিসি বাংলা
ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
"একটা তৎপরতা চালাচ্ছি, সেটা অভ্যন্তরীণভাবে বা বলতে পারেন কিছুটা পর্দার আড়াল থেকে। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল আমরা যেন নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সে সরকারে যেন গণঅভ্যুত্থানে অংশীজন সকলের একটা প্রতিনিধিত্ব থাকে। যেটা বিএনপির ঘোষণা যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে"।