জুলাই শহীদের পরিচয় শনাক্তে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলন চলছে
পরিচয় শনাক্তে জুলাই অভ্যুত্থানে নিহতদের মরদেহ রায়ের বাজার কবরস্থান থেকে উত্তোলন কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলনের কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, দ্বিতীয় দিনের মতো আজ মরদেহ উত্তোলনের কার্যক্রম চলছে রায়েরবাজার কবরস্থানে। গতকাল মরদেহ উত্তোলনের কার্যক্রম উদ্বোধন করেন সিআইডি প্রধান। গতকাল দুইটি মরদেহ উত্তোলন করা হয়েছে। আজও মরদেহ উত্তোলনের কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়েছে এখনো চলমান রয়েছে। কার্যক্রম সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সিআইডি সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে নিহত পরিচয়হীন ১১৪টি মরদেহের মধ্যে দুইটি মরদেহ উত্তোলন করে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় কবর দেওয়া হয়েছে। পরে মরদেহগুলোর পরিচয় শনাক্তে সাতটি পরিবারের ১১ জন্য সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী ১১৪ জন অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্তে মরদেহ তোলা শুরু করেছে সিআইডি।
এমএসি/এমএন