চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নৌবাহিনীর সদস্যের
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যে দেলোয়ার (৩০) নিহত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকায় মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর এলাকার চিকনছড়া গ্রামের বাসিন্দা মো. মিরাজ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সদস্য দেলোয়ার ভোরের দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, দেলোয়ার ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।
বিজ্ঞাপন
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এমএন