সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র ও সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।

পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা দেশের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণে ইতিবাচক পরিবর্তন, সামাজিক মূল্যবোধের পুনর্গঠন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এমআর/এমজে