রাজধানীর লালবাগ থানার চৌরাস্তা বনফুল মিষ্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে মো. রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াদকে হাসপাতালে নিয়ে আসা মো. সিনহা জানান, লালবাগ চৌরাস্তা বনফুল মিষ্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন রিয়াদ। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রিয়াদের বাসা লালবাগ চৌরাস্তা ৮ নম্বর গলির ৪/৫ নম্বর বাসার আব্দুস সালামের সন্তান। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী। 

তিনি জানান, আমরা এক যুবক নিহতের খবর পেয়েছি। প্রাথমিকভাবে আমরা ওই যুবকের নাম রিয়াদ বলে জানতে পেরেছি। ইতোমধ্যে খবর পেয়ে আমরা একাধিক টিম ঘটনাস্থল ও ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। চৌরাস্তার মিষ্টির দোকান এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। তবে কোন জায়গা থেকে তাকে কুপিয়ে আহত করা হয়েছিল, সেই জায়গাটি এখনো জানতে পারিনি। আমরা এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

এসএএ/বিআরইউ