রাজধানীর রমনার মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের। তিনি জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।

যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এসএএ/এসএসএইচ