মেগা প্রকল্পে কর্মরত ভারতীয়দের ফেরাতে চায় সরকার
ভারতের করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে এপ্রিলের মাঝামাঝি থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশ। এতে দেশের বিভিন্ন বড় বড় মেগা প্রকল্পগুলোতে কর্মরত ভারতীয় বিশেষজ্ঞরা নিজ দেশে গিয়ে আটকে পড়েছেন। আটকেপড়া এসব ভারতীয় বিশেষজ্ঞকে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থায় চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে গার্মেন্টস, আইটিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ভারতীয় নাগরিকরা দেশে গিয়ে আটকা পড়েছে। মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে ঢাকা নয়া দিল্লির সহযোগিতা চেয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বিভিন্ন মেগা প্রজেক্টে যুক্ত ভারতীয় বিশেষজ্ঞ এবং গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের দীর্ঘ অনুপস্থিতি প্রকল্প বাস্তবায়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। এতে প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ না হওয়া এবং বাজেট বরাদ্দ বেড়ে যাওয়াসহ অনাকাঙ্ক্ষিত অনেক জটিলতার মুখোমুখি হতে হবে। সেই সব শঙ্কা বিবেচনায় অপরিহার্য কর্মীদের জরুরিভিত্তিতে কর্মস্থলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত ভারতীয়দের অনেকে করোনা দ্বিতীয় ঢেউ শুরুর আগে ছুটিতে নিজ দেশে যান। তাদের এপ্রিলের মধ্যে ফেরার কথা ছিল, কিন্তু ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ।
বিজ্ঞাপন
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যুক্ত রাশিয়ান কর্মীদের দেশটির সহায়তায় বাংলাদেশে ফেরানো হয়েছে বলেও জানা গেছে।
এনআই/এসএসএইচ