নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ ডিএনসিসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে এই নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
অফিস আদেশে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান উল্লেখ করেন, ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধী সব সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা,আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযান শেষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সচিত্র প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বিজ্ঞাপন
এএসএস/জেডএস