ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন চলছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ডা. মিলন অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল চারটা পর্যন্ত।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও নির্বাচন কমিশনার ডা. আব্দুর রহমান বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সকাল ১০টায় শুরু হয়েছে। এই নির্বাচন বিকাল চারটা পর্যন্ত চলবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।
আরও পড়ুন
এদিকে, আব্দুল বাকি শিশির ও আলী আহমদের নেতৃত্বে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ৩২০ জন। এর মধ্যে ২৫৮ জন পুরুষ এবং ৬২ জন নারী ভোটার রয়েছেন।
বিজ্ঞাপন
এসএএ/এমএসএ