কৃষিজমি ভরাট করে গড়া আবাসনে নকশা অনুমোদন করবে না রাজউক
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
মাধ্যমিকের ৬৭ শতাংশ বই এখনো সরবরাহ হয়নি
দুই সপ্তাহ পর শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। তবে মাধ্যমিক স্তরের প্রায় ৬৭ শতাংশ পাঠ্যবই এখনো সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ কারণে নতুন শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকের সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সেরার খালের ওপর কোটি টাকা বরাদ্দে একটি সেতু নির্মাণ করা হয় বছরখানেক আগে। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতু পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে সবচেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন বৃদ্ধ, নারী ও স্কুলগামী শিশুরা। সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দারা টাকা তুলে এই মইয়ের ব্যবস্থা করে।
সমকাল
ভোটের প্রস্তুতি শেষ করে উঠতে পারেনি ইসি
এখনও শেষ করা যায়নি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কাজ। আসনভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুতির কাজও চলমান। ছাপা হয়নি নির্বাচন পরিচালনা ম্যানুয়েল। তপশিলের পরপরই প্রয়োজনীয় পরিপত্র জারি করতেও হিমশিম দশা। সব মিলিয়ে তপশিল ঘোষণার ছয় দিন পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। যদিও নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে আসছেন, নির্বাচন প্রস্তুতির সবকিছুই সম্পন্ন।
কালের কণ্ঠ
ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ
দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্যে রয়েছে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন।
সমকাল
চট্টগ্রামে অবাধে ভেজাল ওষুধ বিক্রি, জরিমানায় দায়মুক্তি
মাসখানেক আগে জ্বর আসে রেজাউল করিমের। সেই সঙ্গে মাথাব্যথা। চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকার একটি ফার্মেসি থেকে প্যারাসিটামল কিনে খান এই স্কুলশিক্ষক। কিন্তু ওষুধে কোনো কাজ হয়নি। রেজাউল বলেন, ‘তিন দিন ভোগার পর আসল নাপা যখন খেলাম, তখন থেকে সুস্থবোধ করছি। বুঝতে পারলাম, আগে যে প্যারাসিটামল খেয়েছি, সেটা অখ্যাত কোম্পানির ও ভেজাল। এখন ওষুধ কেনার আগে তাই ব্র্যান্ড দেখে নেই।’
কালের কণ্ঠ
চিকিৎসকের সাক্ষাৎ পাওয়ার সমস্যায় ৪৭% চক্ষু রোগী
চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় পেতে (অ্যাপয়েন্টমেন্ট) সমস্যায় পড়ছে ৪৭ শতাংশ চক্ষু রোগী। এর অন্যতম কারণ চিকিৎসকের অভাব, নার্স ও অন্যান্য সহায়ক জনবলের অসহযোগিতা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সমীক্ষায় এমন তথ্য জানা গেছে। গত ৩০ জুন পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়।
আজকের পত্রিকা
আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা
চলতি অর্থবছরের শুরু থেকেই সরকারের উন্নয়ন ব্যয় আশঙ্কাজনকভাবে ধীর হয়ে পড়েছে। মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন যেমন প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে, তেমনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ঘাটতি, প্রশাসনিক টানাপোড়েন ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বড় হলেও বাস্তব অগ্রগতি একেবারেই হতাশাজনক।
প্রথম আলো
শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির
এত দিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের যে চিন্তা ছিল, তাতে কিছুটা পরিবর্তন আসছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচনী জোট হচ্ছে না। কিছু আসনে সমঝোতা হবে। তারই অংশ হিসেবে শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এ ছাড়া শরিকদের ছাড় দেওয়া হবে, এমন কোনো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দিয়ে দিলে তাঁদের সরিয়ে নেওয়া হবে। এর বাইরে কিছু আসনে প্রার্থিতা উন্মুক্ত থাকবে। যেখানে শরিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
আজকের পত্রিকা
স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জন্য অন্তত তিনটি পাহাড় সাবাড় করা হয়েছে। স্থলবন্দর প্রকল্প এলাকা ভরাটে এসব পাহাড়ের লাল মাটি ব্যবহার করার অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে মাটি ব্যবহার করায় শতকোটি টাকার এ প্রকল্পের মান ও স্থায়িত্ব নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
কালের কণ্ঠ
ঢাকায় অবৈধ সিএনজি অটোরিকশার চাপ
রাজধানী ঢাকায় বর্তমানে চলাচলরত প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত পাঁচ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই এসব যান চলাচল করছে। এমন অবস্থায় চলতি বছর জুনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সভায় প্রয়োজনের নিরিখে রাজধানীতে বৈধ অটোরিকশা বাড়ানোর বিষয়ে মতামত আসে। যদিও সংশ্লিষ্ট এবং পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সিএনজি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে এটি আত্মঘাতী হবে, বাড়বে যানজট।
যুগান্তর
হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন
জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
শেয়ারবাজার ছাড়ার প্রবণতা থামছে না বিদেশিদের
দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে মন্দা পরিস্থিতি বিরাজ করলেও স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। তবে উদ্বেগজনক বিষয় হলো সার্বিকভাবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাজার ছাড়ার প্রবণতা থেকে এখনো সরে আসছেন না। দীর্ঘদিনের ধারাবাহিকতায় চলতি ডিসেম্বর মাসেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে।
যুগান্তর
প্রথমবার ফিরিয়ে আনা হলো ক্রিপ্টোতে পাচারের টাকা
প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তির মুদ্রায় রূপান্তরের মাধ্যমে দেশ থেকে পাচার করেছে একটি সাইবার অপরাধী চক্র। অভিনব এই পন্থায় অন্তত ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে এই চক্রের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত প্রায় ৪৫ কোটি টাকা জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বণিক বার্তা
বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি
গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি মূল্যায়নে গত ১২ নভেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাপেক্সের চেয়ারম্যান ইসতিয়াক আহমদ ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ কমিটি শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর পেট্রোবাংলার গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেবে।
কালবেলা
মাদ্রাসার সুপার নিয়োগে ‘সুপার’ ঘুষ বাণিজ্য
রাজধানী ঢাকায় বসে বগুড়ার মাদ্রাসায় সুপার (সুপারিনটেনডেন্ট) নিয়োগ। ব্যাক ডেটে (প্রকৃত তারিখের বদলে আগের তারিখ উল্লেখ) অফিস আদেশ, সাজানো নিয়োগ বোর্ড, ভুয়া প্রার্থী আর পরীক্ষা ছাড়াই হয়েছে ফল। পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে দর কষাকষি করে ঘুষের লেনদেনে। সব মিলিয়ে একটি সুপার নিয়োগকে বেচাকেনার বাজারে পরিণত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে ডিজি প্রতিনিধি বগুড়ার ফাইল স্বাক্ষর করেছেন ঢাকায়। শুধু তাই নয়, অনুসন্ধান চলছে জানতে পেরে সেই ঘুষের টাকার আংশিক ফেরত দিয়ে বাতিল করেছেন নিয়োগ। হুমকি দিয়ে সুপারের কাছ থেকে নিয়েছেন ‘ঘুষ নেননি’ মর্মে লিখিত স্বীকারোক্তি।
বণিক বার্তা
২০ হাজার কোটি টাকার ইসলামিক ট্রেজারি বন্ড ইস্যু করতে চায় সরকার
রাজস্ব আয়ের অর্থে পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় প্রতি বছরই স্থানীয় ও বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। স্থানীয় উৎস থেকে নেয়া ঋণের বড় একটি অংশ আসে ট্রেজারি বিলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এ অবস্থায় ব্যয় কমাতে শরিয়াহভিত্তিক ট্রেজারি বিলের দিকে ঝুঁকছে সরকার। চলতি অর্থবছরেই ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করতে চাইছে অর্থ বিভাগ। বিশেষ এ ট্রেজারি বিলের কারিগরি বিষয়ে অভিজ্ঞতা নিতে আগামী সপ্তাহে বাহরাইনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের আট কর্মকর্তা।
বণিক বার্তা
কৃষিজমি ভরাট করে গড়া আবাসনে নকশা অনুমোদন করবে না রাজউক
রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ ২০২২-২০৩৫) আওতাভুক্ত এলাকার কৃষিজমিতে আবাসন নির্মাণে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সঙ্গে ড্যাপে আরো কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি গত রোববার প্রশাসন শাখা-২ থেকে জারি করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংশোধন করা হলো ঢাকা নিয়ে বিশদ এ পরিকল্পনাটি।
কালবেলা
সারা দেশে ৩ দিনে ১৮৬৬ ‘ডেভিল হান্ট’
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে যৌথ বাহিনী। দ্বিতীয় দফার বিশেষ এ অভিযানে গত তিন দিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য মিলেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এ অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি ও ওয়ারেন্টের আসামিও গ্রেপ্তার করা হচ্ছে।