অনলাইন-প্রকাশনা শুরু হতে পাঠকদের ধৈর্য ধরতে বললো ডেইলি স্টার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর গতকাল রাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা।
প্রকাশনা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ায় তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ। একটি নোটিশে প্রতিষ্ঠানটি বলেছে, গত রাতে আমাদের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর, দ্য ডেইলি স্টারের প্রকাশনা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ জন্য আমরা আমাদের পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অনলাইন সেবা ও প্রকাশনার কাজে আমরা যতক্ষণ নিয়োজিত থাকব, ততক্ষণ আপনাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন
এর আগে একই রকম বার্তা দেয় প্রথম আলোও। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে বলে জানিয়েছে প্রথম আলো। প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজে এই বার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।
বিজ্ঞাপন
এএসএস/এসএম