বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজা শুরু হয়।

জানাজায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। এ ছাড়া ঢাকাসহ সারা দেশ থেকে আসা লাখো ছাত্র-জনতা শহীদ হাদির জানাজায় অংশ নেন।

জানাজার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে বিদেশে যারা আছে, বাংলাদেশি... তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

জানাজার পর সংসদ প্লাজা থেকে শহীদ হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কবি নজরুলের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।

গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটর সাইকেলে করে আসা এক আততায়ী। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।

এনআর/এমএন