নর্দায় পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত
রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবুল মিয়া (৪৫) নামের এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বাবুল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা পথচারী এরশাদ ঢাকা পোস্টকে বলেন, নর্দার কোকাকোলা এলাকায় ঠেলাগাড়ি চালককে দ্রুতগতির একটি পিকআপভ্যান ধাক্কা দিলে তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে রাস্তা পার হয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে, নর্দার কোকাকোলা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস