অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
৮ দিনে দেড় লাখ যানবাহনে তল্লাশি, আগ্নেয়াস্ত্র জব্দ ৫৬টি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর ঢাকাসহ সারাদেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ৮ দিনে দেড় লাখ যানবাহনে তল্লাশি, ৫৬টি আগ্নেয়াস্ত্র জব্দ এবং ৫ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সমন্বিত সংবাদ সম্মেলনে এতথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য তুলে ধরেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।
তিনি বলেন, ডেভিল হান্ট ভেজ-২ অভিযান শুরু হয়েছে গত ১৩ ডিসেম্বর। এরপর ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পরিচালিত সমন্বিত অভিযানে চেকপোস্ট পরিচালনা করা হয় ১৫ হাজার ৬৬২। এসময় ১ লাখ ৫১ হাজার ২৩২ গাড়ি তল্লাশি চালানো হয়। এরমধ্যে মোটরসাইকেল তল্লাশি করা হয় ১ লাখ ৭১ হাজারটি এবং ২ হাজার ৪৫২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
এই অভিযানে ৫ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৫৬টি। এরমধ্যে রাইফেল ১, রিভলভার ৫টি, পিস্তল ৭টি, শ্যুটার গান ১১টি, পাইপগান ৮টি।
প্রতিদিন পনেরশ, ষোলোশো গ্রেপ্তার হচ্ছে। সংখ্যা তো আগেও এমন ছিল। তাহলে এই অভিযানের গুরুত্ব কি? প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধী গ্রেপ্তার বেড়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারও আছে।
জেইউ/জেডএস