সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা এনজিও, স্বাস্থ্য-ব্যবসায়ীদের হাতে না দেওয়ার আহ্বান জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি ডা. ফয়জুল হাকিম বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে স্বাস্থ্যকে অধিকার হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি তুলতে হচ্ছে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ শেষে স্বাস্থ্য অধিকার হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুনর রশীদ বলেন, করোনা মোকাবিলায় অবিলম্বে বাজেটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে টিকা ক্রয় করে ১৮ বছরের বেশি বয়সীদের আগামী ডিসেম্বরের মধ্যে টিকা দেওয়ার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে দেশে সরকারি উদ্যোগে টিকা উৎপাদন ও অক্সিজেন প্লান্ট নির্মাণেরও দাবি জানাই।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, নয়া গণতান্ত্রিক গণমোর্চা নেতা বিপ্লব ভট্টাচার্য ও জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ সংগঠক অনুপ কুণ্ডু প্রমুখ। 

সমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের হেমন্ত দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ-সভাপতি দীপা মল্লিক, চারণ সাংস্কৃতিক সংগঠনের জাকির হোসেন প্রমুখ।

এমএইচএন/জেডএস