রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াছ(২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ‘স্পিড বার্ড’ সিএনজি স্টেশন সংলগ্ন হোসেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ইলিয়াস নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। এ সময় তার হেফাজত থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসএএ/এমজে